আইপিএলে মোস্তাফিজের পারফরম্যান্সে মুগ্ধ শান্তও 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৪, ১৬: ০৯
Thumbnail image

২০২৪ আইপিএল অভিযান গতকাল শেষ করেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের গত রাতের ম্যাচ পর্যন্ত। মাঝে কয়েকটা ম্যাচ খারাপ হলেও শেষটা দুর্দান্ত করেছেন মোস্তাফিজ। ফিজকে নিয়ে প্রশংসার বাণী ঝরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও। 

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে চেন্নাই খেলেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। পাঞ্জাব জিতেছে ৭ উইকেটে। মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও প্রশংসা কুড়িয়েছে তাঁর বোলিং। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়েছেন। সঙ্গে এক ওভার মেডেনও দিয়েছেন। পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটার শশাঙ্ক সিং রীতিমতো হাঁসফাঁস করেছেন ফিজকে মোকাবিলা করতে গিয়ে। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস নিজেদের ফেসবুক পেজে ফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করেছে। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, মোস্তাফিজের অভাব তাঁরা বোধ করবেন। এবারের আইপিএলে ৯ ম্যাচে ফিজ নিয়েছেন ১৪ উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রশিদ খানের মতো তারকা ব্যাটারদের উইকেট পেয়েছেন মোস্তাফিজ। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) ৪৮ শতাংশ ডট বল করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। নিয়েছেন ৩ উইকেট। 

আইপিএলের ধকল কাটাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই মোস্তাফিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন শান্ত। মোস্তাফিজের আইপিএল পারফরম্যান্স কতটা কাজে দেবে, এই প্রশ্ন করা হয় শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই কাজে দেবে। আমার মনে হয়, যে ধরনের আবহে ও খেলল, যে টুর্নামেন্ট খেলল, অনেক বড় একটা টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস তো তৈরি হবে। ওখানে আরও বড় বড় ব্যাটারের বিপক্ষে বল করেছেন। সব থেকে বড় কথা, ভালো উইকেটের মধ্যে ভালো বল করেছে। ওই আত্মবিশ্বাস নিয়েই তো আসবে অবশ্যই। যদি এখানেও এই পারফরম্যান্স করতে পারে, অবশ্যই আমাদের দল দেখা যাবে অনেক এগিয়ে যাবে।’ 

কদিন আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হয়েছেন মুশতাক আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আছেন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেনসহ কয়েকজন তারকা স্পিনার। বাংলাদেশের স্পিনাররা মুশতাকের অধীনে অনেক উন্নতি করবেন বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই। তাঁর মতো অভিজ্ঞ একজন মানুষ আমাদের দলের সঙ্গে আছেন। রিশাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ মানুষ হবেন। সেই সঙ্গে বাকি যে স্পিনাররা আছেন (তাদের জন্য)। তিনি অনেক কাজ করেছেন। আশা করব আমাদের স্পিনাররা আরও উন্নতি করবে। এই পর্যন্ত খুব ভালো কাজ করছে স্পিনাররা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত