ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই আলোচনায় নাসুম আহমেদ। বাংলাদেশি বাঁহাতি স্পিনারকে কেন্দ্র করে নানা আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। এমন সময়ই আবার গতকাল সামাজিক মাধ্যমে রহস্যজনক এক পোস্ট করেছেন তিনি।
ফেসবুক পোস্টে নাসুম লিখেছেন, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে।’ পোস্টটি পরে একবার সংশোধনও করেছেন বাঁহাতি স্পিনার।
রহস্যজনক এই পোস্ট দিয়ে কী বোঝাতে চেয়েছেন নাসুম—তাঁর ভক্তদের প্রশ্ন। বিষয়টি তিনি পরিষ্কার না করলেও পোস্টের কমেন্টের ঘরে বেশ কিছু সমাধান দিয়েছেন তাঁর ভক্তরাই। এর মধ্যে একজন লিখেছেন, ‘৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে আর ১৬টা প্রয়োজন। ইনশা আল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে ৷’
ভক্তদের এই ব্যাখ্যা অবশ্য অযৌক্তিক বলা যাচ্ছে না। বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়া নাসুমের এই গাণিতিক পোস্টের মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। নিজের কঠিন সময়ে হয়তো নিজেকে উজ্জীবিত করতে এই পোস্ট দিয়েছেন তিনি।
তবে পোস্টের মন্তব্যের ঘরে ভিন্ন উত্তরও আছে ৷ কেউ কেউ এটিকে মজার সুরে ব্যাখ্যা করেছেন এভাবে—মাহমুদউল্লাহ রিয়াদের জার্সি নম্বর ৩০। সে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ না পাওয়ায় বিস্ময় চিহ্ন ৷ আর ৫৯ নম্বর জার্সি সৌম্য সরকার, যিনি চণ্ডিকা হাথুরুসিংহের ‘প্রিয় ছাত্র’ হিসেবে পরিচিতি পেয়েছেন সমর্থকদের কাছে। আর ৩৪ ... ১৫০ মানে হচ্ছে—টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ৩৪, ১৫০-এ নিয়ে যেতে চান বলে ইনশা আল্লাহ বলেছেন। প্রয়োজন ১৬ কে ‘অ্যাঞ্জেল সংখ্যা’ হিসেবে লিখেছেন। ইচ্ছা পূরণ করতে আল্লাহ সহায়তা করবেন।
আলোচনায় থাকা নাসুম কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হয়েছিলেন। বিশ্বকাপে তাঁর সঙ্গে কোচ হাথুরুসিংহে নাকি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলার সময় অসৌজন্যমূলক আচরণ করেছেন। যদিও বিষয়টি এখনো প্রমাণিত নয়।
বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই আলোচনায় নাসুম আহমেদ। বাংলাদেশি বাঁহাতি স্পিনারকে কেন্দ্র করে নানা আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। এমন সময়ই আবার গতকাল সামাজিক মাধ্যমে রহস্যজনক এক পোস্ট করেছেন তিনি।
ফেসবুক পোস্টে নাসুম লিখেছেন, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে।’ পোস্টটি পরে একবার সংশোধনও করেছেন বাঁহাতি স্পিনার।
রহস্যজনক এই পোস্ট দিয়ে কী বোঝাতে চেয়েছেন নাসুম—তাঁর ভক্তদের প্রশ্ন। বিষয়টি তিনি পরিষ্কার না করলেও পোস্টের কমেন্টের ঘরে বেশ কিছু সমাধান দিয়েছেন তাঁর ভক্তরাই। এর মধ্যে একজন লিখেছেন, ‘৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে আর ১৬টা প্রয়োজন। ইনশা আল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে ৷’
ভক্তদের এই ব্যাখ্যা অবশ্য অযৌক্তিক বলা যাচ্ছে না। বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়া নাসুমের এই গাণিতিক পোস্টের মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। নিজের কঠিন সময়ে হয়তো নিজেকে উজ্জীবিত করতে এই পোস্ট দিয়েছেন তিনি।
তবে পোস্টের মন্তব্যের ঘরে ভিন্ন উত্তরও আছে ৷ কেউ কেউ এটিকে মজার সুরে ব্যাখ্যা করেছেন এভাবে—মাহমুদউল্লাহ রিয়াদের জার্সি নম্বর ৩০। সে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ না পাওয়ায় বিস্ময় চিহ্ন ৷ আর ৫৯ নম্বর জার্সি সৌম্য সরকার, যিনি চণ্ডিকা হাথুরুসিংহের ‘প্রিয় ছাত্র’ হিসেবে পরিচিতি পেয়েছেন সমর্থকদের কাছে। আর ৩৪ ... ১৫০ মানে হচ্ছে—টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ৩৪, ১৫০-এ নিয়ে যেতে চান বলে ইনশা আল্লাহ বলেছেন। প্রয়োজন ১৬ কে ‘অ্যাঞ্জেল সংখ্যা’ হিসেবে লিখেছেন। ইচ্ছা পূরণ করতে আল্লাহ সহায়তা করবেন।
আলোচনায় থাকা নাসুম কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হয়েছিলেন। বিশ্বকাপে তাঁর সঙ্গে কোচ হাথুরুসিংহে নাকি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলার সময় অসৌজন্যমূলক আচরণ করেছেন। যদিও বিষয়টি এখনো প্রমাণিত নয়।
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪১ মিনিট আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে