Ajker Patrika

তিন পরিবর্তন নিয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৪, ১০: ৪৯
তিন পরিবর্তন নিয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর আজ ধবলধোলাইয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এতে করে মিরপুরে টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করবে বাংলাদেশ। 

সবশেষ ম্যাচে ওপেনিংয়ে ১০১ রানে জুটি করার পরও বাংলাদেশ ব্যাটিং ধসে পড়েছিল। শেষ ৯ উইকেটে মাত্র ৪২ রানে হারিয়েছিল বাংলাদেশ। আজ নিশ্চয়ই চাইবেন না এমন বাংলাদেশি ব্যাটাররা ধসের মুখে পড়তে। পরে অবশ্য ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, একাদশে একটা পরিবর্তন এনেছেন তাঁরা। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভার বদলে ব্যাটার শন উইলিয়ামসকে নিয়েছে অতিথিরা। বোলারের জায়গায় ব্যাটার নেওয়ার অর্থ একটা জয়ের জন্য উন্মুখ আছে তারা। 

অন্যদিকে আগের একাদশ থেকে বাংলাদেশ আজ তিনটি পরিবর্তন এনেছে। তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম এবং তাসকিন আহমেদকে বসিয়ে দলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শেখ মেহেদী হাসানকে। 

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন। 

জিম্বাবুয়ে একাদশ 
সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), লুক জংগুয়ে, ব্লেসিং মুজারাবানি, শন উইলিয়ামস, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত