সাকিবরা আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না, সংশয় পাপনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ২০: ১৬
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১: ২৬

সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে যাওয়া-না যাওয়া নিয়ে জল ঘোলা যেন শেষই হচ্ছে না। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। অথচ সাকিবরা কবে যাবেন, সেটা এখনো ধোঁয়াশায়। আজ চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-টোয়েন্টি শেষে নাজমুল হাসান পাপনও সাকিবদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। 

বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘খেলাবে কি না, সেটাই তো জানি না। এখন আপনারা যদি আমাকে চূড়ান্ত করেন, তাহলে একটা আশা দিতে পারি। এখন যদি না খেলায়, তাহলে কী আশা দেব? আগে দেখি খেলায় কি না।’ 

সাকিব-লিটনদের এনওসি নিয়ে পাপন বলেছেন, ‘আমকে তো কিছু জানাইনি। আপনারা (সাংবাদিকেরা) যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না, এটাই হলো সমস্যা। এখন পর্যন্ত প্রথম টেস্ট না-ও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে।’

পাপন আরও যোগ করেন, ‘আমরা ওদের বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন খালি থাকবে আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত