ক্রীড়া ডেস্ক
মাঠের পারফরম্যান্সের বাইরে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে আলোচনায় রাখছেন মোহাম্মদ আমির। হতাশাগ্রস্ত হয়ে নিজের রাগ ঝারছেন বিপক্ষ দলের খেলোয়াড়দের ওপর। গতকাল লাহোর কালান্দার্সের এক ব্যাটারকে আউট করে বাজে উদযাপন করেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। কালান্দার্সের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার বোলিং করতে এলেন আমির। ওভারের তৃতীয় বলে আমিরকে কাট করেছিলেন শাই হোপ। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন ইরফান খান নিয়াজি। হোপের উইকেট নিয়ে উদযাপনের সময় নিজের ঊরুতে চাপর মারেন আমির।
আগে ব্যাটিং করে গতকাল করাচি ৫ উইকেটে করেছিল ১৮৫ রান। ১৮৬ রান তাড়া করতে গিয়ে ১১৮ তে অলআউট হয়ে যায় লাহোর। ৬৭ রানে জিতে এই মৌসুমে প্রথম জয় পায় কিংস। আমির ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাজে আচরণ করেন আমির। বাবরের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাছাড়া আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। আমিরের এমন কর্মকাণ্ড দেখে শহীদ আফ্রিদি কদিন আগে তাঁকে তিরস্কার করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘তুমি কি চাও? ক্যারিয়ারে একটা কালো দাগ কাটিয়ে উঠে তুমি আবার ফিরেছো। সত্যি বলতে, তুমি নতুন জীবন পেয়েছ। আসলে তুমি কি করতে চাইছ?’
মাঠের পারফরম্যান্সের বাইরে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে আলোচনায় রাখছেন মোহাম্মদ আমির। হতাশাগ্রস্ত হয়ে নিজের রাগ ঝারছেন বিপক্ষ দলের খেলোয়াড়দের ওপর। গতকাল লাহোর কালান্দার্সের এক ব্যাটারকে আউট করে বাজে উদযাপন করেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। কালান্দার্সের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার বোলিং করতে এলেন আমির। ওভারের তৃতীয় বলে আমিরকে কাট করেছিলেন শাই হোপ। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন ইরফান খান নিয়াজি। হোপের উইকেট নিয়ে উদযাপনের সময় নিজের ঊরুতে চাপর মারেন আমির।
আগে ব্যাটিং করে গতকাল করাচি ৫ উইকেটে করেছিল ১৮৫ রান। ১৮৬ রান তাড়া করতে গিয়ে ১১৮ তে অলআউট হয়ে যায় লাহোর। ৬৭ রানে জিতে এই মৌসুমে প্রথম জয় পায় কিংস। আমির ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাজে আচরণ করেন আমির। বাবরের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাছাড়া আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। আমিরের এমন কর্মকাণ্ড দেখে শহীদ আফ্রিদি কদিন আগে তাঁকে তিরস্কার করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘তুমি কি চাও? ক্যারিয়ারে একটা কালো দাগ কাটিয়ে উঠে তুমি আবার ফিরেছো। সত্যি বলতে, তুমি নতুন জীবন পেয়েছ। আসলে তুমি কি করতে চাইছ?’
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে