নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিরোপার দৌড়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে জয়ের বিকল্প নেই। আবাহনীর কাছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারলে শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে থাকবে শিরোপার লড়াই। তখন শিরোপার লড়াই হবে শেখ জামাল আর রূপগঞ্জের মধ্যে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপর ঝড় বইয়ে দিলেন সাকিব আল হাসান। তাঁর সঙ্গে দারুণ এক ইনিংস খেললেন সাব্বির রহমান। দুজনের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে রূপগঞ্জ।
আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৯৩ রান তুলেছে রূপগঞ্জ। ব্যাট হাতে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাকিব। আর ৯০ রানের দারুণ ইনিংস খেলেন সাব্বির। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ, রাকিবুল আতিক, মাহবুব মিলন।
উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন ইরফান শুক্কুর ও রাকিবুল হাসান। তাঁদের ৭১ রানের জুটি ভাঙলে ৪৭ রান করে ফেরেন রাকিবুল। খানিক পরই ফেরেন আরেক ওপেনার শুক্কুর (২৯)। তৃতীয় উইকেট জুটিতে সাব্বিরের সঙ্গে দারুণ ব্যাটিং করেন আসরজুড়ে দুর্দান্ত খেলা নাঈম ইসলাম। তাঁদের ১০৩ রানের জুটি ভাঙলে ফেরেন নাঈম (৪২)।
পাঁচে এসে সাব্বিরকে দারুণ সঙ্গ দেন সাকিব। বিধ্বংসী ব্যাটিংয়ে দলের প্রয়োজন মেটান এই বাঁহাতি। ২১ বলে পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ৫৯তম ফিফটি। আল-আমিনের বলে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ২৬ বলে ৫৯ রান। একই সঙ্গে এই ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন সাকিব। ৬ চার ও ৩ ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল ২২৬.৯২ স্ট্রাইক রেটে।
সাকিবের ঝোড়ো ফিফটির দিনে সেঞ্চুরি মিস করেছেন সাব্বির রহমান। নার্ভাস নাইনটি ছুঁয়ে আউট হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। পেসার নিলয়ের বল স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৮৩ বলে ৯০ রান করা সাব্বির। তবে আউট হয়ে বিরক্তি প্রকাশ করেন সাব্বির। আম্পায়ারকে বল থাই প্যাডে লাগার ইশারা করেন। ৬ চার ও ৩ ছক্কায় সাজান তাঁর ইনিংসটি।
শিরোপার দৌড়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে জয়ের বিকল্প নেই। আবাহনীর কাছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারলে শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে থাকবে শিরোপার লড়াই। তখন শিরোপার লড়াই হবে শেখ জামাল আর রূপগঞ্জের মধ্যে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপর ঝড় বইয়ে দিলেন সাকিব আল হাসান। তাঁর সঙ্গে দারুণ এক ইনিংস খেললেন সাব্বির রহমান। দুজনের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে রূপগঞ্জ।
আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৯৩ রান তুলেছে রূপগঞ্জ। ব্যাট হাতে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাকিব। আর ৯০ রানের দারুণ ইনিংস খেলেন সাব্বির। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ, রাকিবুল আতিক, মাহবুব মিলন।
উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন ইরফান শুক্কুর ও রাকিবুল হাসান। তাঁদের ৭১ রানের জুটি ভাঙলে ৪৭ রান করে ফেরেন রাকিবুল। খানিক পরই ফেরেন আরেক ওপেনার শুক্কুর (২৯)। তৃতীয় উইকেট জুটিতে সাব্বিরের সঙ্গে দারুণ ব্যাটিং করেন আসরজুড়ে দুর্দান্ত খেলা নাঈম ইসলাম। তাঁদের ১০৩ রানের জুটি ভাঙলে ফেরেন নাঈম (৪২)।
পাঁচে এসে সাব্বিরকে দারুণ সঙ্গ দেন সাকিব। বিধ্বংসী ব্যাটিংয়ে দলের প্রয়োজন মেটান এই বাঁহাতি। ২১ বলে পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ৫৯তম ফিফটি। আল-আমিনের বলে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ২৬ বলে ৫৯ রান। একই সঙ্গে এই ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন সাকিব। ৬ চার ও ৩ ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল ২২৬.৯২ স্ট্রাইক রেটে।
সাকিবের ঝোড়ো ফিফটির দিনে সেঞ্চুরি মিস করেছেন সাব্বির রহমান। নার্ভাস নাইনটি ছুঁয়ে আউট হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। পেসার নিলয়ের বল স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৮৩ বলে ৯০ রান করা সাব্বির। তবে আউট হয়ে বিরক্তি প্রকাশ করেন সাব্বির। আম্পায়ারকে বল থাই প্যাডে লাগার ইশারা করেন। ৬ চার ও ৩ ছক্কায় সাজান তাঁর ইনিংসটি।
লিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
১ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
১ ঘণ্টা আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
২ ঘণ্টা আগে