ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল। ১৭ জনের দলে নতুন মুখ অফ-স্পিনার মওসুম ঢাকাল। দলে ফিরেছেন ব্যাটার সন্দীপ জোরা। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নেপাল দলে ছিলেন না তিনি।
নেতৃত্ব থাকছে রোহিত পোডেলের কাঁধে। এই অলরাউন্ডারের নেতৃত্বে ২৭ ওয়ানডের মধ্যে নেপাল জিতেছে ১৭ ম্যাচ। দলে আছেন অভিজ্ঞ লেগি সন্দীপ লামিচানেও।
ঢাকালকে এখনো শীর্ষ-পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সবশেষ তাঁকে দেখা গেছে এসিসি ইমার্জিং কাপে। সংযুক্ত আরব আমিরাত 'এ' দলের বিপক্ষে টুর্নামেন্টের এক মাত্র জয়ের ম্যাচে দুই উইকেট নেন তিনি। জোরাও সেই ম্যাচ খেলেছেন। নেপালের ১৫৮ রানের সফল তাড়ায় তিনি ১৫ বলে করেন ২৪ রান।
এবারই প্রথম এশিয়া কাপ খেলবে নেপাল। গত মাসে সাবেক অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল অবসর নেওয়ার পর এবারই প্রথম ওয়ানডে স্কোয়াড দিল তারা। ৬ দলের এশিয়া কাপে নেপাল পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের দুই প্রতিপক্ষ দুই এশিয়ান জায়ান্ট পাকিস্তান ও নেপাল।
৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের সহআয়োজক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেপাল। ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ।
নেপালের ওয়ানডে স্কোয়াড: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মল্ল, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ এবং মওসুম ঢাকাল।
এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল। ১৭ জনের দলে নতুন মুখ অফ-স্পিনার মওসুম ঢাকাল। দলে ফিরেছেন ব্যাটার সন্দীপ জোরা। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নেপাল দলে ছিলেন না তিনি।
নেতৃত্ব থাকছে রোহিত পোডেলের কাঁধে। এই অলরাউন্ডারের নেতৃত্বে ২৭ ওয়ানডের মধ্যে নেপাল জিতেছে ১৭ ম্যাচ। দলে আছেন অভিজ্ঞ লেগি সন্দীপ লামিচানেও।
ঢাকালকে এখনো শীর্ষ-পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সবশেষ তাঁকে দেখা গেছে এসিসি ইমার্জিং কাপে। সংযুক্ত আরব আমিরাত 'এ' দলের বিপক্ষে টুর্নামেন্টের এক মাত্র জয়ের ম্যাচে দুই উইকেট নেন তিনি। জোরাও সেই ম্যাচ খেলেছেন। নেপালের ১৫৮ রানের সফল তাড়ায় তিনি ১৫ বলে করেন ২৪ রান।
এবারই প্রথম এশিয়া কাপ খেলবে নেপাল। গত মাসে সাবেক অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল অবসর নেওয়ার পর এবারই প্রথম ওয়ানডে স্কোয়াড দিল তারা। ৬ দলের এশিয়া কাপে নেপাল পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের দুই প্রতিপক্ষ দুই এশিয়ান জায়ান্ট পাকিস্তান ও নেপাল।
৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের সহআয়োজক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেপাল। ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ।
নেপালের ওয়ানডে স্কোয়াড: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মল্ল, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ এবং মওসুম ঢাকাল।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ মিনিট আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৪১ মিনিট আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগে