অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ লঙ্কান উইকেটরক্ষক ডিকভেলা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ২০: ৪৫

নিরোশান ডিকভেলাকে শ্রীলঙ্কার জার্সিতে সবশেষ দেখা গেছে গত বছর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে। এখন তাঁর জাতীয় দলে ফেরাটা পুরোপুরি অনিশ্চয়তার মুখে। ডোপিং ভায়োলেশন বা ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

এ বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালীন ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং টেস্ট গাইডলাইন অনুসারে ডোপি পরীক্ষায় ব্যর্থ হন ডিকভেলা। তদন্ত চলাকালীন তিনি কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না। তাঁর ডোপ কেলেঙ্কারি নিয়ে এসএলসির বিবৃতি, ‘অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে’। 

সদ্য সমাপ্ত এলপিএলে গল মার্ভেলসকে নেতৃত্ব দেন ডিকভেলা। ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। এই বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও দেখা যায়নি তাঁকে। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন এই লঙ্কান ক্রিকেটার। 

২০২১ সালে ইংল্যান্ড সফরে বায়ো-বাবল নিয়ম ভঙ্গ করে যে তিন লঙ্কান ক্রিকেটার নিষিদ্ধ হন তাঁদের একজন ডিকভেলা। এই নিষেধাজ্ঞায় পড়েছিলন কুশল মেন্ডিস ও দানুষ্কা গুনাতিলাকাও। 

ডিকভেলা শ্রীলঙ্কার হয়ে টেস্টে ২৭৫৭, ওয়ানডতে ১৬০৪ ও টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত