Ajker Patrika

শাহিনের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে আফ্রিদির অভিনন্দনবার্তা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ২৯
শাহিনের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে আফ্রিদির অভিনন্দনবার্তা

শহীদ আফ্রিদি ও শাহিন শাহ আফ্রিদি তাহলে আনুষ্ঠানিকভাবে শ্বশুর-জামাই হয়েই গেলেন। আনসা আফ্রিদির সঙ্গে গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শাহিন। কন্যা-জামাতাকে অভিনন্দন জানালেন শহীদ আফ্রিদি।

শহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে শাহিনের বিয়ে অবশ্য ঠিক হয়েছিল দুই বছর আগেই। তখনই বলা হয়েছিল, শাহিন-আনশার বিয়ে হবে ২০২৩-এর ৩ ফেব্রুয়ারি। করাচির জাকারিয়া মসজিদে গতকাল আনশা ও শাহিনের বিয়ে পড়ান মওলানা আব্দুস সাত্তার।

শাহিন-আনশাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনিং অলরাউন্ডার আজ তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, ‘মেয়েরা বাগানের সবচেয়ে সুন্দর ফুল, যারা আশীর্বাদসহ ফোটে। মেয়েকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন। মেয়েকে আপনি আপনার হৃদয় দিয়ে ভালোবাসেন। অভিভাবক হিসেবে আমি আমার মেয়ের বিয়ে দিলাম শাহিন আফ্রিদির সঙ্গে। দুজনকেই অভিনন্দন।’

শাহিন আফ্রিদির বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানি ক্রিকেটাররা।আফ্রিদি যুগলের বিয়ের পর করাচির ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে হয় বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজম, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খানসহ সাবেক ও বর্তমান অনেকেই উপস্থিত ছিলেন। শ্বশুর আফ্রিদি ছাড়াও শাহিনকে অনেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত