Ajker Patrika

প্রথম দিনেই কাঁপালেন তাসকিন, উজ্জ্বল মুশফিকও

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২: ৩৭
প্রথম দিনেই কাঁপালেন তাসকিন, উজ্জ্বল মুশফিকও

জিম আফ্রো টি-টেনের প্রথম দিনটা নিজেদের করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাসকিন আহমেদের মতো মুশফিকুর রহিমও গতকাল দুর্দান্ত পারফর্ম করেছেন।

হারারে স্পোর্টস ক্লাবে গত রাতে মুখোমুখি হয়েছে বুলাওয়ে ব্রেভস–জোবার্গ বাফালোজ। তাসকিন খেলছেন বুলাওয়ের জার্সিতে আর জোবার্গ বাফালোজের হয়ে খেলছেন মুশফিক। টস হেরে ব্যাটিং পায় জোবার্গ শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এই ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। জোবার্গের ইনিংসের তৃতীয় ওভার বোলিংয়ে এসে প্রথম বলেই মোহাম্মদ হাফিজকে কট অ্যান্ড বোল্ড করেন তাসকিন। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে বাংলাদেশের এই পেসার ফিরিয়েছেন রায়ার্ন বার্ল ও ডেলানো পটগিটার—এই দুই ব্যাটারকেও।  ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জোবার্গের হাল ধরেন মুশফিক। ২৩ বলে ৮ চারে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশের এই ব্যাটার। ১০ ওভারে ৭ উইকেটে ১০৫ রান করে জোবার্গ। ১০৬ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ৯ উইকেটে ৯৫ রানেই আটকে যায় বুলাওয়ের ইনিংস। ১০ রানের জয় পায় জোবার্গ।

গতকাল তাসকিনকে খেলতে হয়েছে দুটি ম্যাচ। হারারে হারিকেনস-বুলাওয়ে ব্রেভস ম্যাচ হয়েছিল গতকাল সন্ধ্যায়। হারারের বিপক্ষে ২ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। হারারে হারিকেনসকে ৪৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বুলাওয়ে ব্রেভস। টুর্নামেন্টের প্রথম দিনে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত