ক্রীড়া ডেস্ক
ফক্স স্পোর্টসের এক খবর মুহূর্তেই ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় সংবাদমাধ্যমটির ‘ব্রেকিং নিউজ’ দেখে সহসা কারও বিশ্বাস হওয়ার কথা নয়—‘অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন হৃদ্রোগে মারা গেছেন’।
১২ ঘণ্টা আগেই যে মানুষটি আরেক স্বদেশি কিংবদন্তি রড মার্শের মৃত্যুতে টুইটারে শোকবার্তা লিখেছেন, তিনিই কি না এত দ্রুত মার্শের ওপারের সঙ্গী হলেন!
থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে হৃদ্রোগে মারা গেছেন শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগ স্পিনারের বয়স হয়েছিল ৫২ বছর।
গত শতাব্দীর সেরা ডেলিভারিটি ওয়ার্নের হাত থেকেই বেরিয়েছিল। বর্তমান প্রজন্ম তাঁকে অনুসরণ করেই লেগ স্পিনে দীক্ষা নিচ্ছে। এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া শিল্পীই এখন শুধুই অতীত।
বৈচিত্র্যময় বোলার ওয়ার্নের জীবনটাও ছিল রহস্যঘেরা। তাঁর জীবনের এমনই ৯ গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
• অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নামার সময় ওজন ছিল ৯৭ কেজি।
• একটি চোখ সবুজ, আরেকটি চোখ নীল ছিল। ‘হেটেরোক্রমিয়া’ রোগের কারণে এমনটি হয়েছিল।
• ১৯৯৫ সালে এক জুয়াড়ির কাছে পিচের তথ্য প্রকাশ করায় বড় অঙ্কের জরিমানা গুনতে হয়।
• ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ না খেলেই দেশে ফিরতে হয়।
• পরকীয়া ধরা পড়ায় ভেঙেছে সংসার। সাবেক স্ত্রী সিমোনে কালাহানের ঘরে তার তিন সন্তান—ব্রুক, সামার ও জ্যাকসন।
• স্ত্রী-সন্তান তাঁকে রেখে চলে যাওয়ায় অ্যাশেজ চলাকালীন হোটেল কক্ষে সারা রাত কেঁদেছেন।
• খেলোয়াড়ি জীবন ছাড়ার পর অসুস্থ ও অবহেলিত শিশুদের সেবায় কাজে যুক্ত হন।
• অভিনেত্রী এলিজাবেথ হার্লির সঙ্গে ২০১১ সালে বাগদান সারেন। দুই বছর পরেই বিচ্ছেদ হয়।
• এক সময় মাত্রাতিরিক্ত ধূমপান ও মদ্যপান করতেন। এসব ছাড়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁকে একবার আলাদা খরচ দিয়েছিল।
আরও পড়ুন:
ফক্স স্পোর্টসের এক খবর মুহূর্তেই ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় সংবাদমাধ্যমটির ‘ব্রেকিং নিউজ’ দেখে সহসা কারও বিশ্বাস হওয়ার কথা নয়—‘অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন হৃদ্রোগে মারা গেছেন’।
১২ ঘণ্টা আগেই যে মানুষটি আরেক স্বদেশি কিংবদন্তি রড মার্শের মৃত্যুতে টুইটারে শোকবার্তা লিখেছেন, তিনিই কি না এত দ্রুত মার্শের ওপারের সঙ্গী হলেন!
থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে হৃদ্রোগে মারা গেছেন শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগ স্পিনারের বয়স হয়েছিল ৫২ বছর।
গত শতাব্দীর সেরা ডেলিভারিটি ওয়ার্নের হাত থেকেই বেরিয়েছিল। বর্তমান প্রজন্ম তাঁকে অনুসরণ করেই লেগ স্পিনে দীক্ষা নিচ্ছে। এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া শিল্পীই এখন শুধুই অতীত।
বৈচিত্র্যময় বোলার ওয়ার্নের জীবনটাও ছিল রহস্যঘেরা। তাঁর জীবনের এমনই ৯ গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
• অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নামার সময় ওজন ছিল ৯৭ কেজি।
• একটি চোখ সবুজ, আরেকটি চোখ নীল ছিল। ‘হেটেরোক্রমিয়া’ রোগের কারণে এমনটি হয়েছিল।
• ১৯৯৫ সালে এক জুয়াড়ির কাছে পিচের তথ্য প্রকাশ করায় বড় অঙ্কের জরিমানা গুনতে হয়।
• ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ না খেলেই দেশে ফিরতে হয়।
• পরকীয়া ধরা পড়ায় ভেঙেছে সংসার। সাবেক স্ত্রী সিমোনে কালাহানের ঘরে তার তিন সন্তান—ব্রুক, সামার ও জ্যাকসন।
• স্ত্রী-সন্তান তাঁকে রেখে চলে যাওয়ায় অ্যাশেজ চলাকালীন হোটেল কক্ষে সারা রাত কেঁদেছেন।
• খেলোয়াড়ি জীবন ছাড়ার পর অসুস্থ ও অবহেলিত শিশুদের সেবায় কাজে যুক্ত হন।
• অভিনেত্রী এলিজাবেথ হার্লির সঙ্গে ২০১১ সালে বাগদান সারেন। দুই বছর পরেই বিচ্ছেদ হয়।
• এক সময় মাত্রাতিরিক্ত ধূমপান ও মদ্যপান করতেন। এসব ছাড়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁকে একবার আলাদা খরচ দিয়েছিল।
আরও পড়ুন:
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে