জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে সহজ নয়, বলছেন রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এ মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। দেশের মাঠে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ আত্মবিশ্বাসী হলেও বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক মনে করেন, জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত কিছু করা সহজ নয়। 

বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ২০১৩ সালের মে মাসে। সাত বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে মোট সাতটি সিরিজ খেলে পাঁচটাই হেরেছে বাংলাদেশ। ১১ বছর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ সিরিজ জিতেছিল বাংলাদেশ। পরিসংখ্যানই বলে দিচ্ছে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে নিজেদের মাঠে কতটা শক্তিশালী। আজ মিরপুরে সেই কথাই মনে করিয়ে দিলেন রাজ্জাক, ‘জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ নয়। বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ নয়।’

জিম্বাবুয়ের সফরে আগে দলের চিন্তা বাড়িয়েছে ব্যাটসম্যানদের ছন্দ হারিয়ে ফেলাটা। লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন—কেউই ছন্দে নেই। ঢাকা প্রিমিয়ার লিগেও ছন্দে ফিরতে পারেননি তাঁরা। লিটন অবশ্য চোট কাটিয়ে এখনো ডিপিএল খেলতে পারেনি। নির্বাচক হিসেবে তাঁদের প্রতি রাজ্জাকের বার্তা, ‘লিটন বলেন আর অন্য যার কথাই বলেন, তারা কিন্তু খারাপ খেললে নিজেরাই বোঝে। এখান থেকে বের হয়ে আসতে হলে তাদের কোচের কাছে যেতে হবে। যদি কোনো পরামর্শক থাকে তার সঙ্গে কথা বলবে। আমাদের বার্তা থাকে যে ভালো কর। ভালো করলেই আমাদের সুবিধা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত