ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অনেক কিছুই অর্জন করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ রান, ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেওয়াসহ আরও অনেক কিছু, বিশ্বকাপে যার ফল হাতেনাতেও পেয়েছেন ভারতীয় ব্যাটার।
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কোহলি। আর যাঁর সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন, সেই শচীনের কাছ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। ক্যারিয়ারের শুরু থেকে বিনোদন দেওয়ার জন্য অবশ্য আরও অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়ে আসছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এলেও আরও কয়েক বছর এভাবে বিনোদন দিয়ে যাবেন কোহলি—এমনটিই আশা শচীনের।
কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন শচীন। ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে এমনটিই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি মালিক বলেছেন, ‘তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। এবং অনেক রানও করা বাকি রয়েছে। প্রচুর ক্ষুধা এবং ইচ্ছা তাকে দেশের জন্য আরও কিছু অর্জনে সহায়তা করবে।’
নিজের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়েও কথা বলেছেন শচীন। তিনি বলেছেন, ‘খুব খুশি যে সে এটা করতে পেরেছে। আমি নিশ্চিত যাত্রাটা এখনই থামছে না। রেকর্ডটি ভারতে থেকে যাওয়ায় খুশি হয়েছি। সব সময় বলে এসেছি, রেকর্ডটি ভারতের এবং ভারতের কাছেই রয়েছে।’
বিশ্বকাপে ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে রেকর্ড ৭৬৫ রান করেছেন কোহলি। তিন সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির ফিফটি করেছেন তিনি। ৪৯ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন শচীন।
বিশ্বকাপে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত অনেক কিছুই অর্জন করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ রান, ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেওয়াসহ আরও অনেক কিছু, বিশ্বকাপে যার ফল হাতেনাতেও পেয়েছেন ভারতীয় ব্যাটার।
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কোহলি। আর যাঁর সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন, সেই শচীনের কাছ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। ক্যারিয়ারের শুরু থেকে বিনোদন দেওয়ার জন্য অবশ্য আরও অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়ে আসছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এলেও আরও কয়েক বছর এভাবে বিনোদন দিয়ে যাবেন কোহলি—এমনটিই আশা শচীনের।
কোহলির মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে মনে করেন শচীন। ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে এমনটিই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি মালিক বলেছেন, ‘তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। এবং অনেক রানও করা বাকি রয়েছে। প্রচুর ক্ষুধা এবং ইচ্ছা তাকে দেশের জন্য আরও কিছু অর্জনে সহায়তা করবে।’
নিজের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়েও কথা বলেছেন শচীন। তিনি বলেছেন, ‘খুব খুশি যে সে এটা করতে পেরেছে। আমি নিশ্চিত যাত্রাটা এখনই থামছে না। রেকর্ডটি ভারতে থেকে যাওয়ায় খুশি হয়েছি। সব সময় বলে এসেছি, রেকর্ডটি ভারতের এবং ভারতের কাছেই রয়েছে।’
বিশ্বকাপে ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে রেকর্ড ৭৬৫ রান করেছেন কোহলি। তিন সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির ফিফটি করেছেন তিনি। ৪৯ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন শচীন।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
২৮ মিনিট আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৪ ঘণ্টা আগে