নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক কিছুর জবাবও দিয়েছেন এই অলরাউন্ডার। তাঁকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফরমারই বলা যায়।
তবে বিশ্বকাপ থেকে ফিরে দুঃসংবাদই দিয়েছেন মাহমুদউল্লাহ। পড়েছেন কাঁধের চোটে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
যদিও মাহমুদউল্লাহর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলতে চাইলেন না। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। যা বলার বোর্ডকে বলেছি। তারা বলবেন।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, কাল স্ক্যানের পর মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানা যাবে। নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাকে পাওয়া যাবে কি না, এটা এখন বলা যাচ্ছে না। কাল স্ক্যান রিপোর্ট পেলে তার ওপর নির্ভর করে বোঝা যাবে—সে থাকবে কি থাকবে না। রিপোর্ট পেলে কাল সংবাদমাধ্যমকেও জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।
নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিউইদের বিপক্ষে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ৩ টি-টোয়েন্টি খেলবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক কিছুর জবাবও দিয়েছেন এই অলরাউন্ডার। তাঁকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফরমারই বলা যায়।
তবে বিশ্বকাপ থেকে ফিরে দুঃসংবাদই দিয়েছেন মাহমুদউল্লাহ। পড়েছেন কাঁধের চোটে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
যদিও মাহমুদউল্লাহর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলতে চাইলেন না। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। যা বলার বোর্ডকে বলেছি। তারা বলবেন।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, কাল স্ক্যানের পর মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানা যাবে। নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাকে পাওয়া যাবে কি না, এটা এখন বলা যাচ্ছে না। কাল স্ক্যান রিপোর্ট পেলে তার ওপর নির্ভর করে বোঝা যাবে—সে থাকবে কি থাকবে না। রিপোর্ট পেলে কাল সংবাদমাধ্যমকেও জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।
নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিউইদের বিপক্ষে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ৩ টি-টোয়েন্টি খেলবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে