Ajker Patrika

মাহমুদউল্লাহ কি যেতে পারবেন নিউজিল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহ কি যেতে পারবেন নিউজিল্যান্ডে

অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক কিছুর জবাবও দিয়েছেন এই অলরাউন্ডার। তাঁকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফরমারই বলা যায়।

তবে বিশ্বকাপ থেকে ফিরে দুঃসংবাদই দিয়েছেন মাহমুদউল্লাহ। পড়েছেন কাঁধের চোটে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।

যদিও মাহমুদউল্লাহর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলতে চাইলেন না। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। যা বলার বোর্ডকে বলেছি। তারা বলবেন।’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, কাল স্ক্যানের পর মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানা যাবে। নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাকে পাওয়া যাবে কি না, এটা এখন বলা যাচ্ছে না। কাল স্ক্যান রিপোর্ট পেলে তার ওপর নির্ভর করে বোঝা যাবে—সে থাকবে কি থাকবে না। রিপোর্ট পেলে কাল সংবাদমাধ্যমকেও জানিয়ে দেওয়া হবে।’

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।

নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিউইদের বিপক্ষে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ৩ টি-টোয়েন্টি খেলবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত