নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতির শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশ নারী দলের। জিম্বাবুয়েকে প্রথমে ৪৮ রানে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে ৮ উইকেট এবং ৩৯.২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ফাহিমা খাতুনের দল। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে গেল জিম্বাবুয়ের নারীরা।
আগে ব্যাটিং করতে জিম্বাবুয়েকে শুরু থেকে চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা খাতুনের ত্রিমুখী আক্রমণে বলতে গেলে দিশেহারা দশা হয় জিম্বাবুয়ের নারীদের। একপর্যায়ে ৪০ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে নারী দল। সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছিলেন প্রিসিয়াস মারেঙ্গি। আর কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান পর্যন্ত নিয়েও গিয়েছিল। কিন্তু স্কোরবোর্ডে রানের ঘরের নড়াচড়া না হলেও উইকেট পড়ল মুড়িমুড়কির মতো। ৪৮ রানেই শেষ চার উইকেট হারায় জিম্বাবুয়ে। কোনোমতে ২৩.২ ওভার পর্যন্ত খেলতে পারে ম্যারি–আনি মোসুন্ডার দল।
বাংলাদেশের হয়ে জাহানারা, সালমা ও নাহিদা–তিনজনেই শিকার করেন তিনটি করে উইকেট। বাকি উইকেটটি ঋতু মণির। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পথ হারায়নি বাংলাদেশ। ২১ রানের মধ্যে দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার ফিরলেও জয়ের বাকি পথটা পেরোতে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ফারজানা ১১ ও রুমানা ১৬ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের সরণিতে।
আসন্ন নারী বিশ্বকাপের বাছাই বাছাই পর্ব খেলার আগে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে খেলছে দেশের মেয়েরা।
এর আগে বাছাই পর্ব এবং তিন ম্যাচের এই প্রস্তুতি সিরিজকে ঘিরে একসঙ্গে ঘোষণা করা হয় ১৬ সদস্যের দল। আর এতে নিয়মিত অধিনায়ক রুমানা আহমেদকে সরিয়ে উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করা হয়েছিল। তবে চোটে পড়ায় আজ খেলতে পারেননি জ্যোতি।
বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতির শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশ নারী দলের। জিম্বাবুয়েকে প্রথমে ৪৮ রানে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে ৮ উইকেট এবং ৩৯.২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ফাহিমা খাতুনের দল। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে গেল জিম্বাবুয়ের নারীরা।
আগে ব্যাটিং করতে জিম্বাবুয়েকে শুরু থেকে চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা খাতুনের ত্রিমুখী আক্রমণে বলতে গেলে দিশেহারা দশা হয় জিম্বাবুয়ের নারীদের। একপর্যায়ে ৪০ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে নারী দল। সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছিলেন প্রিসিয়াস মারেঙ্গি। আর কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান পর্যন্ত নিয়েও গিয়েছিল। কিন্তু স্কোরবোর্ডে রানের ঘরের নড়াচড়া না হলেও উইকেট পড়ল মুড়িমুড়কির মতো। ৪৮ রানেই শেষ চার উইকেট হারায় জিম্বাবুয়ে। কোনোমতে ২৩.২ ওভার পর্যন্ত খেলতে পারে ম্যারি–আনি মোসুন্ডার দল।
বাংলাদেশের হয়ে জাহানারা, সালমা ও নাহিদা–তিনজনেই শিকার করেন তিনটি করে উইকেট। বাকি উইকেটটি ঋতু মণির। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পথ হারায়নি বাংলাদেশ। ২১ রানের মধ্যে দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার ফিরলেও জয়ের বাকি পথটা পেরোতে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ফারজানা ১১ ও রুমানা ১৬ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের সরণিতে।
আসন্ন নারী বিশ্বকাপের বাছাই বাছাই পর্ব খেলার আগে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে খেলছে দেশের মেয়েরা।
এর আগে বাছাই পর্ব এবং তিন ম্যাচের এই প্রস্তুতি সিরিজকে ঘিরে একসঙ্গে ঘোষণা করা হয় ১৬ সদস্যের দল। আর এতে নিয়মিত অধিনায়ক রুমানা আহমেদকে সরিয়ে উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করা হয়েছিল। তবে চোটে পড়ায় আজ খেলতে পারেননি জ্যোতি।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৩ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৩ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৪ ঘণ্টা আগে