Ajker Patrika

বিপরীত চিত্র দেখতে হলো তাসকিন-মুশফিককে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০: ২৬
বিপরীত চিত্র দেখতে হলো তাসকিন-মুশফিককে

গতকাল দুজনকেই পরাজয় দেখতে হলো। আগের মতো দুর্দান্ত না হলেও গতকাল এতটা বাজে ছিল না তাসকিন–মুশফিকের পারফরম্যান্স। প্রথম ম্যাচে ৪৬ রান করা মুশফিক দ্বিতীয় ম্যাচে ডারবান কালান্দার্সের বিপক্ষে করেছেন ১২ বলে ১৯ রান। প্রথমে ব্যাট করে তাঁর দল জোবার্গ বাফেলোজ প্রতিপক্ষকে ৯৫ রানের লক্ষ্য দেয়। তাঁর দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন টম ব্যান্টন। রান তাড়া করতে নেমে ৭ উইকেটের জয় পায় ডারবান। ওপেনিংয়ে নেমে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে ডারবানকে জয় এনে দেন হজরতউল্লাই জাজাই। 

অন্যদিকে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করা তাসকিনের দল বুলাওয়ে ব্রেভসও পরাজিত হয়েছে। নিজেদের তৃতীয় ম্যাচে কেপটাউন স্যাম্প আর্মির কাছে ৮ উইকেটে হেরেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা। মুশফিকদের মতো তাসকিনরাও প্রথম ব্যাটিং করে। নির্ধারিত ওভারে ৬ উইকেটে করতে পারে ৮৬ রান। দলের সর্বোচ্চ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার বেন ম্যাকডারমট। ১৭ বলে ২৭ রান করেন তিনি। 

গতকালও দলকে শুরুতেই উইকেট এনে দিয়েছিলেন তাসকিন। তবে এবার দল জয় পায়নিকেপ টাউন ৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামলে দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন তাসকিন। প্রথম দুই ম্যাচেও প্রথম ওভারেই উইেকট পেয়েছিলেন বাংলাদেশি পেসার। রহমানউল্লাহ গুরবাজকে ০ রানে আউট করেন তিনি। পরে দলীয় ২৫ রানের সময় দ্রুত ভানুকা রাজাপক্ষেকে ফিরিয়ে বুলাওয়েকে দ্বিতীয় উইকেট এনে দেন তানাকা চিভানগা। 

কিন্তু এমন শুরুর পরও বুলাওয়েকে বড় ব্যবধানের পরাজয় দেখতে হয়। সেখান থেকে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়িয়ে দলকে জয় এনে দেন তাদিওয়ানাসি মারুমানি-ম্যাথিউ ব্রেটজকে। ৬২ রানের অপরাজিত জুটি গড়েন তাঁরা। ২১ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন মারুমানি। কেপ টাউন ৮ উইকেটের জয় পায় ১৯ বল হাতে রেখে। ম্যাচে ১৮ রানে ১ উইকেট নেন আগের দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত