ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়ি জীবনে অনেক ক্রিকেটারের সঙ্গে মাঠেই লেগে গেছে গৌতম গম্ভীরের। এখনো যখন সুযোগ পান, কাউকে কথা শোনাতে ছাড়েন না গম্ভীর। ভারতের তারকা ক্রিকেটারের মুখ থেকে যেন আগুনের হলকা বেরোয়। সঞ্জু স্যামসনকে এবার হুশিয়ারি দিলেন গম্ভীর।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্যামসনের অভিষেক ২০১৫ সালে। ভারতের জার্সিতে ৯ বছরে খেলেছেন ৪১ ম্যাচ। খেলেছেন ১৬ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৫ ম্যাচ। ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স হলেও ভারতের টি-টোয়েন্টি দলে সেই অর্থে মেলে ধরতে পারেননি। তবে বিশ্বকাপে খেলার সুযোগ কখনোই হয়নি তাঁর। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। স্যামসনকে নিয়ে ভারতের স্থানীয় এক সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘বিশ্বকাপ দলে তুমি এখন সুযোগ পেয়েছ। তোমার সামনে সুযোগ এসেছে। যদি তুমি সুযোগ পাও, তোমার কাজ হবে ভারতের হয়ে ম্যাচ জেতা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তোমার রয়েছে। তুমি তো এখন নতুন নয় যে আরও অপেক্ষা করতে হবে।’
স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। ১৩ ম্যাচে ৫০৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ছয়ে তিনি। গড় ৫৬ ও স্ট্রাইকরেট ১৫৬.৫২। আইপিএলের ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস গম্ভীরের। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বাদ তুমি পেয়েছ। আইপিএলে ভালো খেলেছ। এখন সুযোগ পেয়েছ বিশ্বকাপে খেলার। আশা করি সঞ্জু বিশ্বকাপে দেখাবে যে সে এই মঞ্চে খেলার জন্য তার কতটুকু সামর্থ্য রয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে যখন তুমি সফল হবে, তখন পুরো বিশ্ব দেখবে এবং মনে রাখবে।’
খেলোয়াড়ি জীবনে অনেক ক্রিকেটারের সঙ্গে মাঠেই লেগে গেছে গৌতম গম্ভীরের। এখনো যখন সুযোগ পান, কাউকে কথা শোনাতে ছাড়েন না গম্ভীর। ভারতের তারকা ক্রিকেটারের মুখ থেকে যেন আগুনের হলকা বেরোয়। সঞ্জু স্যামসনকে এবার হুশিয়ারি দিলেন গম্ভীর।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্যামসনের অভিষেক ২০১৫ সালে। ভারতের জার্সিতে ৯ বছরে খেলেছেন ৪১ ম্যাচ। খেলেছেন ১৬ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৫ ম্যাচ। ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স হলেও ভারতের টি-টোয়েন্টি দলে সেই অর্থে মেলে ধরতে পারেননি। তবে বিশ্বকাপে খেলার সুযোগ কখনোই হয়নি তাঁর। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। স্যামসনকে নিয়ে ভারতের স্থানীয় এক সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘বিশ্বকাপ দলে তুমি এখন সুযোগ পেয়েছ। তোমার সামনে সুযোগ এসেছে। যদি তুমি সুযোগ পাও, তোমার কাজ হবে ভারতের হয়ে ম্যাচ জেতা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তোমার রয়েছে। তুমি তো এখন নতুন নয় যে আরও অপেক্ষা করতে হবে।’
স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। ১৩ ম্যাচে ৫০৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ছয়ে তিনি। গড় ৫৬ ও স্ট্রাইকরেট ১৫৬.৫২। আইপিএলের ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস গম্ভীরের। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বাদ তুমি পেয়েছ। আইপিএলে ভালো খেলেছ। এখন সুযোগ পেয়েছ বিশ্বকাপে খেলার। আশা করি সঞ্জু বিশ্বকাপে দেখাবে যে সে এই মঞ্চে খেলার জন্য তার কতটুকু সামর্থ্য রয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে যখন তুমি সফল হবে, তখন পুরো বিশ্ব দেখবে এবং মনে রাখবে।’
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২২ মিনিট আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ ঘণ্টা আগে