ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেছে আইসিসি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের নবম আসর। সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু এবং ক্যারিবীয় দ্বীপের ছয় ভেন্যুতে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু এই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে গতকাল।
২০ দলের ২৯ দিনের টুর্নামেন্টের মধ্যে ১০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তার মধ্যে ১৬ ম্যাচ হবে লডারহিল, ডালাস ও নিউইয়র্কে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচটিও হবে যুক্তরাষ্ট্রে। ম্যাচটি হবে ৯ জুন, নাসাউয়ের কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।
২০ দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। তুলনামূলকভাবে এই গ্রুপটিকে বলা হচ্ছে সবচেয়ে কঠিন।
ডালাসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তাদের প্রতিবেশী কানাডা। একই ভেন্যুতে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের ছয় ভিন্ন দ্বীপে হবে ৪১ ম্যাচ। সেমিফাইনাল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানায়। ফাইনাল হবে ২৯ জুন, বার্বাডোসে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ জুন, শুক্রবার শ্রীলঙ্কা ডালাস
১০ জুন, সোমবার দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক
১৩ জুন, বৃহস্পতিবার নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট
১৬ জুন, রোববার নেপাল সেন্ট ভিনসেন্ট
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেছে আইসিসি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের নবম আসর। সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু এবং ক্যারিবীয় দ্বীপের ছয় ভেন্যুতে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু এই বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে গতকাল।
২০ দলের ২৯ দিনের টুর্নামেন্টের মধ্যে ১০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তার মধ্যে ১৬ ম্যাচ হবে লডারহিল, ডালাস ও নিউইয়র্কে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচটিও হবে যুক্তরাষ্ট্রে। ম্যাচটি হবে ৯ জুন, নাসাউয়ের কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।
২০ দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। তুলনামূলকভাবে এই গ্রুপটিকে বলা হচ্ছে সবচেয়ে কঠিন।
ডালাসে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তাদের প্রতিবেশী কানাডা। একই ভেন্যুতে ৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের ছয় ভিন্ন দ্বীপে হবে ৪১ ম্যাচ। সেমিফাইনাল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানায়। ফাইনাল হবে ২৯ জুন, বার্বাডোসে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ জুন, শুক্রবার শ্রীলঙ্কা ডালাস
১০ জুন, সোমবার দক্ষিণ আফ্রিকা নিউইয়র্ক
১৩ জুন, বৃহস্পতিবার নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট
১৬ জুন, রোববার নেপাল সেন্ট ভিনসেন্ট
মোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরা নন, দল পায়নি নিলামে নাম তোলা বাংলাদেশের ১৩ ক্রিকেটার।
১ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৪ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৪ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৪ ঘণ্টা আগে