ক্রীড়া ডেস্ক
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
টেস্টের ১৫০ বছর পূর্তিতে ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যে টেস্ট খেলবে, সেটা জানা গিয়েছিল আগেই। সূচিটাই শুধু অজানা ছিল। আজ জানা গেল,২০২৭ সালের ১১ মার্চ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট। এমসিজিতে অনুষ্ঠিত একটা টেস্টই হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজে। অন্যদিকে ২০২৭ আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। যদি মেলবোর্ন টেস্ট পাঁচ দিন গড়ায়, তাহলে প্রথম দুই দিন আইপিএলে খেলতে পারবেন না অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা।
ই-মেইলে ২০২৫ থেকে ২০২৭ আইপিএল পর্যন্ত বিদেশের কোন কোন দেশের ক্রিকেটাররা খেলতে পারবেন, সেটার একটা তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। ২০২৫ ও ২০২৬ আইপিএলে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আন্তর্জাতিক ও ঘরোয়া সব ক্রিকেটারদের অনুমতি দিয়েছে। ২০২৭ এর ক্ষেত্রে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের ১৫০ বছর পূর্তিতে যে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, তারপরে ক্রিকেটাররা যোগ দিতে পারবেন আইপিএলে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটারের তালিকা ২০২৫ থেকে ২০২৭ আইপিএলের জন্য প্রকাশ করেছে। সেই ১৮ জনের মধ্যে টেস্টের নিয়মিত মুখ হ্যারি ব্রুক, ওলি পোপ, বেন ডাকেট, গাস অ্যাটকিনসন,জ্যাক ক্রলিরা আছেন।
টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ হয়েছে ১৮৭৭ সালে। ক্রিকেটের রাজকীয় সংস্করণের ঐতিহাসিক সেই ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তখন ১৫ মার্চ শুরু হওয়া টেস্টে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। টেস্টের শত বছর পূর্তির ম্যাচও মেলবোর্নে খেলেছিল এই দুই দল। সেবারও প্রথম টেস্টের সঙ্গে অনেক মিল পাওয়া গেছে। ১৯৭৭ সালে এই টেস্টটাও অজিরা জেতে ৪৫ রানে। ১০০ বছর পূর্তির টেস্টটাও শুরু হয়েছিল ১৫ মার্চ। ২০২৭ সালের ক্ষেত্রে ভেন্যু, অংশগ্রহণকারী দল একই থাকলেও পার্থক্য শুধু তারিখে।
টেস্টের ১৫০ বছর পূর্তির আগে অ্যাশেজে মুখোমুখি হবে দুই দল। ২০২৫ সালের ২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সূচি অনুযায়ী সিরিজের শেষ টেস্ট পড়েছে নতুন বছরে। সিডনিতে ২০২৬ সালের ৪ জানুয়ারি শুরু হবে শেষ টেস্ট। ২০২৭ অ্যাশেজ হবে ইংল্যান্ডে।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
টেস্টের ১৫০ বছর পূর্তিতে ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যে টেস্ট খেলবে, সেটা জানা গিয়েছিল আগেই। সূচিটাই শুধু অজানা ছিল। আজ জানা গেল,২০২৭ সালের ১১ মার্চ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট। এমসিজিতে অনুষ্ঠিত একটা টেস্টই হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজে। অন্যদিকে ২০২৭ আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। যদি মেলবোর্ন টেস্ট পাঁচ দিন গড়ায়, তাহলে প্রথম দুই দিন আইপিএলে খেলতে পারবেন না অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা।
ই-মেইলে ২০২৫ থেকে ২০২৭ আইপিএল পর্যন্ত বিদেশের কোন কোন দেশের ক্রিকেটাররা খেলতে পারবেন, সেটার একটা তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। ২০২৫ ও ২০২৬ আইপিএলে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আন্তর্জাতিক ও ঘরোয়া সব ক্রিকেটারদের অনুমতি দিয়েছে। ২০২৭ এর ক্ষেত্রে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের ১৫০ বছর পূর্তিতে যে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, তারপরে ক্রিকেটাররা যোগ দিতে পারবেন আইপিএলে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটারের তালিকা ২০২৫ থেকে ২০২৭ আইপিএলের জন্য প্রকাশ করেছে। সেই ১৮ জনের মধ্যে টেস্টের নিয়মিত মুখ হ্যারি ব্রুক, ওলি পোপ, বেন ডাকেট, গাস অ্যাটকিনসন,জ্যাক ক্রলিরা আছেন।
টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ হয়েছে ১৮৭৭ সালে। ক্রিকেটের রাজকীয় সংস্করণের ঐতিহাসিক সেই ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তখন ১৫ মার্চ শুরু হওয়া টেস্টে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। টেস্টের শত বছর পূর্তির ম্যাচও মেলবোর্নে খেলেছিল এই দুই দল। সেবারও প্রথম টেস্টের সঙ্গে অনেক মিল পাওয়া গেছে। ১৯৭৭ সালে এই টেস্টটাও অজিরা জেতে ৪৫ রানে। ১০০ বছর পূর্তির টেস্টটাও শুরু হয়েছিল ১৫ মার্চ। ২০২৭ সালের ক্ষেত্রে ভেন্যু, অংশগ্রহণকারী দল একই থাকলেও পার্থক্য শুধু তারিখে।
টেস্টের ১৫০ বছর পূর্তির আগে অ্যাশেজে মুখোমুখি হবে দুই দল। ২০২৫ সালের ২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সূচি অনুযায়ী সিরিজের শেষ টেস্ট পড়েছে নতুন বছরে। সিডনিতে ২০২৬ সালের ৪ জানুয়ারি শুরু হবে শেষ টেস্ট। ২০২৭ অ্যাশেজ হবে ইংল্যান্ডে।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩২ মিনিট আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে