নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৭৪ রানের বড় লক্ষ্যই দিয়েছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে প্রাইম ব্যাংক লক্ষ্যটা ২০ বল আগেই ছুঁয়ে ফেলে। প্রাইম ব্যাংকের কাজটা সহজ করে দিয়েছেন মূলত নাসির হোসেন।
চারে নেমে নাসির খেলেছেন ১১২ রানের অপরাজিত অনবদ্য এক ইনিংস। ১১৪.২৯ স্ট্রাইক রেটের ইনিংসে ১২টি চার ও তিনটি ছয়ের মার। তবে বড় লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংকের শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিল।
দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে শাহাদাত হোসেন দীপুর ৭৮ রানের জুটি। দীপু ৩৫ রান করে আউট হন। মিঠুন ফিফটি পূর্ণ করে ৫০ রান ফেরেন। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে নাসিরের ১১১ রানের দুর্দান্ত জুটি। মুশফিক ৫৩ রানে উইকেটকিপার শামসুল ইসলাম অনিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরলেও দলের জয় নিয়েই মাঠ ছাড়েন নাসির। বোলিংয়েও বেশ কিপটে ছিলেন নাসির। ১০ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ২০ রান।
নাসিরের মতোই বিকেএসপিতে আবাহনীর জয়ে দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। সিটি ক্লাবের ১৭৩ রান তাড়ায় ৭ রানের মধ্যে রানে থাকা দুই ওপেনারকে হারিয়ে ফেলে আবাহনী। এখান থেকে দলের হাল ধরে ১০২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন শান্ত। ১১২ বলে শান্ত ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ১১ চার ও ৩ ছক্কা।
মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৭৪ রানের বড় লক্ষ্যই দিয়েছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে প্রাইম ব্যাংক লক্ষ্যটা ২০ বল আগেই ছুঁয়ে ফেলে। প্রাইম ব্যাংকের কাজটা সহজ করে দিয়েছেন মূলত নাসির হোসেন।
চারে নেমে নাসির খেলেছেন ১১২ রানের অপরাজিত অনবদ্য এক ইনিংস। ১১৪.২৯ স্ট্রাইক রেটের ইনিংসে ১২টি চার ও তিনটি ছয়ের মার। তবে বড় লক্ষ্য তাড়ায় প্রাইম ব্যাংকের শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিল।
দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে শাহাদাত হোসেন দীপুর ৭৮ রানের জুটি। দীপু ৩৫ রান করে আউট হন। মিঠুন ফিফটি পূর্ণ করে ৫০ রান ফেরেন। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে নাসিরের ১১১ রানের দুর্দান্ত জুটি। মুশফিক ৫৩ রানে উইকেটকিপার শামসুল ইসলাম অনিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরলেও দলের জয় নিয়েই মাঠ ছাড়েন নাসির। বোলিংয়েও বেশ কিপটে ছিলেন নাসির। ১০ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ২০ রান।
নাসিরের মতোই বিকেএসপিতে আবাহনীর জয়ে দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। সিটি ক্লাবের ১৭৩ রান তাড়ায় ৭ রানের মধ্যে রানে থাকা দুই ওপেনারকে হারিয়ে ফেলে আবাহনী। এখান থেকে দলের হাল ধরে ১০২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন শান্ত। ১১২ বলে শান্ত ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ১১ চার ও ৩ ছক্কা।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৪ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৪ ঘণ্টা আগে