ক্রীড়া ডেস্ক
এর চেয়ে আর বেশি কিইবা করতে পারতেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্যে নেমে সাকিব করেছেন ঝোড়ো ফিফটি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ।
২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারায়। শান্ত দুবার জীবন পেয়েও করেছেন ১২ বলে ১১ রান। তিনে নামা সৌম্য সরকারের সঙ্গে দারুণভাবে এগোচ্ছিলেন লিটন দাস। তবে লিটনও দ্রুত বিদায় নেন। ১৬ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। ৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৪৭ রান।
শান্ত ও লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব । উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন সাকিব। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে করেছেন ৪৩ রানের জুটি। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সৌম্য করেছেন ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যেখানে শুধু একাই লড়াই করেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন ১১তম ফিফটি। ইনিংস-সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ২০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৬০ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচ-সেরা হয়েছেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কিউই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান। ৪০ বলে ইনিংস-সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।
এর চেয়ে আর বেশি কিইবা করতে পারতেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্যে নেমে সাকিব করেছেন ঝোড়ো ফিফটি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ।
২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারায়। শান্ত দুবার জীবন পেয়েও করেছেন ১২ বলে ১১ রান। তিনে নামা সৌম্য সরকারের সঙ্গে দারুণভাবে এগোচ্ছিলেন লিটন দাস। তবে লিটনও দ্রুত বিদায় নেন। ১৬ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। ৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৪৭ রান।
শান্ত ও লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব । উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন সাকিব। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে করেছেন ৪৩ রানের জুটি। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সৌম্য করেছেন ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যেখানে শুধু একাই লড়াই করেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন ১১তম ফিফটি। ইনিংস-সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ২০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৬০ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচ-সেরা হয়েছেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কিউই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান। ৪০ বলে ইনিংস-সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ মিনিট আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে