ক্রীড়া ডেস্ক
সময়টা বেশ খারাপ যাচ্ছে রোহিত শর্মার। হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারিয়েছেন আইপিএলের শুরুতে। মাঠে দুজনের দ্বন্দ্ব নিয়েও কানাঘুষা চলছে। তবে এরই মাঝে একের পর এক হেরেই চলেছে তাঁদের দল মুম্বাই। গত রাতে ৬ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
এরই মাঝে লজ্জার এক রেকর্ড গড়েছেন রোহিত। আগের দুই ম্যাচে ২৬ ও ৪৩ রানের ইনিংস খেললেও আইপিএলে এখনো মুম্বাই ইন্ডিয়ানসকে জয় এনে দিতে পারেননি ভারতীয় ওপেনার। গতকাল মারলেন গোল্ডেন ডাক। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের পঞ্চম বলে সঞ্জু স্যামসনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি।
তাতেই রোহিত ছুঁয়ে ফেলেন আইপিএলে ১৭ ডাক নিয়ে শীর্ষে থাকা তাঁরই সাবেক মুম্বাই সতীর্থ দিনেশ কার্তিককে। এ তালিকায় দুইয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং ও সুনীল নারাইন ডাক মেরেছেন সমান ১৫টি।
মুম্বাই আগের দুই ম্যাচ খেলেছিল আহমেদাবাদ ও হায়দরাবাদে। গত রাতে খেলেছেন ঘরের মাঠ ‘আইকনিক’ ওয়াংখেড়েতে। কিন্তু নিজের মাঠেই রোহিত ডাক মারার রেকর্ড গড়ে বসলেন। মুম্বাইকে শুরুতে চাপে ফেলে দেন বোল্ট। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে রোহিত ও নামার ধীরকে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন কিউই পেসার। নিজের পরের ওভারে বোল্টের সেই স্বপ্ন ভেঙে দেন ওপেনার ইশান কিষান। তবে পরের বলে স্ট্রাইকে আসা ডেওয়াল্ড ব্রেভিসকেও ফিরিয়ে তিনি মুম্বাইয়ের স্কোরটা করেন—৩/১৪! রোহিত, নামান ও ব্রেভিস—তিনজনই ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।
সময়টা বেশ খারাপ যাচ্ছে রোহিত শর্মার। হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারিয়েছেন আইপিএলের শুরুতে। মাঠে দুজনের দ্বন্দ্ব নিয়েও কানাঘুষা চলছে। তবে এরই মাঝে একের পর এক হেরেই চলেছে তাঁদের দল মুম্বাই। গত রাতে ৬ উইকেটে হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
এরই মাঝে লজ্জার এক রেকর্ড গড়েছেন রোহিত। আগের দুই ম্যাচে ২৬ ও ৪৩ রানের ইনিংস খেললেও আইপিএলে এখনো মুম্বাই ইন্ডিয়ানসকে জয় এনে দিতে পারেননি ভারতীয় ওপেনার। গতকাল মারলেন গোল্ডেন ডাক। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের পঞ্চম বলে সঞ্জু স্যামসনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি।
তাতেই রোহিত ছুঁয়ে ফেলেন আইপিএলে ১৭ ডাক নিয়ে শীর্ষে থাকা তাঁরই সাবেক মুম্বাই সতীর্থ দিনেশ কার্তিককে। এ তালিকায় দুইয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং ও সুনীল নারাইন ডাক মেরেছেন সমান ১৫টি।
মুম্বাই আগের দুই ম্যাচ খেলেছিল আহমেদাবাদ ও হায়দরাবাদে। গত রাতে খেলেছেন ঘরের মাঠ ‘আইকনিক’ ওয়াংখেড়েতে। কিন্তু নিজের মাঠেই রোহিত ডাক মারার রেকর্ড গড়ে বসলেন। মুম্বাইকে শুরুতে চাপে ফেলে দেন বোল্ট। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে রোহিত ও নামার ধীরকে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন কিউই পেসার। নিজের পরের ওভারে বোল্টের সেই স্বপ্ন ভেঙে দেন ওপেনার ইশান কিষান। তবে পরের বলে স্ট্রাইকে আসা ডেওয়াল্ড ব্রেভিসকেও ফিরিয়ে তিনি মুম্বাইয়ের স্কোরটা করেন—৩/১৪! রোহিত, নামান ও ব্রেভিস—তিনজনই ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।
আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। তবে এই হতাশা নিয়ে বসে থাকলে তো চলবে না। তাদের এখন প্রস্তুত হতে হবে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
১ ঘণ্টা আগেতেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও...
২ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) আজ শুরুর দিনেই বেঁধে গেল ঝামেল। যার ফলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছে। ঝামেলা বেঁধেছে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফাহাদ হোসেনকে এক্সট্রা...
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
৪ ঘণ্টা আগে