নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে জায়গা হয়নি আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের। আফিফ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন। তবে শেষ টি-টোয়েন্টিতে একাদশ থেকে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।
সোহানও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে দলে ছিলেন। তবে একাদশে জায়গা হয়নি তাঁর। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে আরও বাদ পড়েছেন তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। চমক আরও আছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে রিশাদ বেশ কিছুদিন জাতীয় দলের সঙ্গেই আছেন।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকও। দল নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। শরীফুল চোটে ছিল অনেক দিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’
লেগ স্পিনার রিশাদকে টিম ম্যানেজমেন্টের চাওয়া থেকে নেওয়া হয়েছে জানিয়ে নান্নু আরও বলেছেন, ‘যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেক দিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা চোখের আড়াল হবেন না বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছুসংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে জায়গা হয়নি আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের। আফিফ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন। তবে শেষ টি-টোয়েন্টিতে একাদশ থেকে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।
সোহানও সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে দলে ছিলেন। তবে একাদশে জায়গা হয়নি তাঁর। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে আরও বাদ পড়েছেন তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। চমক আরও আছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে রিশাদ বেশ কিছুদিন জাতীয় দলের সঙ্গেই আছেন।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকও। দল নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘জাকেরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। শরীফুল চোটে ছিল অনেক দিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’
লেগ স্পিনার রিশাদকে টিম ম্যানেজমেন্টের চাওয়া থেকে নেওয়া হয়েছে জানিয়ে নান্নু আরও বলেছেন, ‘যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেক দিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা যেন সুযোগটা কাজে লাগায়।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা চোখের আড়াল হবেন না বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছুসংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
১ ঘণ্টা আগেবাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।
১ ঘণ্টা আগেপাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ হয়েছে। আইসিসির ইভেন্টের মাঝপথে হঠাৎ করে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে১২ বছর তো কম নয়। শৈশবের ক্লাব সান্তোস ছাড়ার পর এই ক্লাবে ফিরতে নেইমারের এমন সময়ই লেগেছে। ক্লাব সভাপতি মার্সেলো তেক্সেইরা মনে করেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের চুক্তি বাড়তে পারে। নেইমারের সঙ্গে সান্তোসের প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হয়েছে। তবে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে বলে আশা করেন...
৩ ঘণ্টা আগে