ক্রীড়া ডেস্ক
গতকাল শনিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই পার্টিতেই অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় পড়লেন অস্ট্র্রেলিয়ান অলরাউন্ডার। পা ভেঙে বসেছেন ‘ম্যাক্সি’।
জন্মদিন উদযাপন করতে গিয়ে উঠোনে পিছলে পড়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। তখন পায়ের ফিবুলা ভেঙে যায় এবং অস্ত্রোপচার করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পা ভাঙায় এখন দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে ম্যাক্সওয়েলকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ১৭ নভেম্বর অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। কেবল তাই নয়, মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশও মিস করতে পারেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েলের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি। সিএ’র প্রধান নির্বাচক বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। গ্লেনের জন্য খারাপ লাগছে যেহেতু সে শেষ কয়েক ম্যাচে দারুণ খেলেছে। সাদা বলের ক্রিকেটে আমাদের অন্যতম এক সদস্য। তার সেরে ওঠা এবং পুনর্বাসনের জন্য আমরা তার পাশে আছি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন ম্যাক্সওয়েল। ৪ ম্যাচে এক ফিফটিতে করেছেন ১১৮ রান। গড় ৩৯.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬১.৬৪। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। বোলিং গড় ৬.৩৩ এবং ইকোনমি ৬.০০। ফিল্ডার হিসেবে ধরেছেন দুটি ক্যাচ।
গতকাল শনিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই পার্টিতেই অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় পড়লেন অস্ট্র্রেলিয়ান অলরাউন্ডার। পা ভেঙে বসেছেন ‘ম্যাক্সি’।
জন্মদিন উদযাপন করতে গিয়ে উঠোনে পিছলে পড়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। তখন পায়ের ফিবুলা ভেঙে যায় এবং অস্ত্রোপচার করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পা ভাঙায় এখন দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে ম্যাক্সওয়েলকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ১৭ নভেম্বর অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। কেবল তাই নয়, মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশও মিস করতে পারেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েলের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি। সিএ’র প্রধান নির্বাচক বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। গ্লেনের জন্য খারাপ লাগছে যেহেতু সে শেষ কয়েক ম্যাচে দারুণ খেলেছে। সাদা বলের ক্রিকেটে আমাদের অন্যতম এক সদস্য। তার সেরে ওঠা এবং পুনর্বাসনের জন্য আমরা তার পাশে আছি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন ম্যাক্সওয়েল। ৪ ম্যাচে এক ফিফটিতে করেছেন ১১৮ রান। গড় ৩৯.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬১.৬৪। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। বোলিং গড় ৬.৩৩ এবং ইকোনমি ৬.০০। ফিল্ডার হিসেবে ধরেছেন দুটি ক্যাচ।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে