বিজয়ের জায়গায় শান্তকে খেলানো সঠিক ছিল, বলেছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ জুলাই ২০২২, ১১: ২৩
আপডেট : ১১ জুলাই ২০২২, ১১: ৪৫

ওয়ানডে সংস্করণে ভালো করেই দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে অবশ্য ভালো করতে পারেননি তিনি। জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যে সংস্করণে ভালো করে দলে জায়গা পেয়েছেন সেখানে বিজয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হয়েছে একই প্রশ্ন। তামিম অবশ্য বিজয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত রাখার পক্ষে যুক্তি দিয়েছেন।

১৫০ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাঁকে দলে রাখা নিয়ে তামিম বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও এনামুল (বিজয়) ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে সম্প্রতি দলে এসেছে। তবে আমি যদি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম এর মানে হতো শেষ তিন সিরিজে আমরা ভুল ছিলাম। কেন তাহলে আমরা শেষ তিন সিরিজে শান্তকে টেনেছি? কাউকে দলে খেলাচ্ছি এর মধ্যে হঠাৎ করে একজন আসল তাকে আমরা খেলিয়ে দিলাম, এভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

শান্তকে দলে টানলেও তাঁর জন্যও সতর্ক বার্তা দিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘এমন সুযোগ সব সময় আসবে। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। তাই সুযোগ কাজে লাগানো জরুরি।’ 

দারুণ জয়ে সিরিজ শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তামিম। বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ধরনের ক্যাচ ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে চিন্তার কথা বলেছি। এটা বন্ধ হতে হবে। এই ধরনের ভুল কমাতে হবে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতে হতো। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত