Ajker Patrika

রেকর্ড গড়ার পরের ম্যাচেই ধসে পড়ল পাকিস্তান, নিউজিল্যান্ডের মধুর প্রতিশোধ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৯: ১৪
চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি
চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি

অকল্যান্ডে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছিল পাকিস্তান। হাসান নাওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে পরশু পাকিস্তান লন্ডভন্ড করে দিয়েছিল কিউইদের। দুদিন পর সেই পাকিস্তানের দেখা গেল ভিন্ন রূপ। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আজ মুখ থুবড়ে পড়ল সফরকারীরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। পাকিস্তান তাই অকল্যান্ডের সেই ভয়ডরহীন ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারল না এশিয়ার দলটি। ১১৫ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল কিউইরা।

২২১ রানের লক্ষ্যে নেমে চোখে সর্ষেফুল দেখতে থাকে পাকিস্তান। ২ ওভারে ৩ উইকেটে ৯ রানে পরিণত হয় দলটি। তিন টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ হারিস (২) নাওয়াজ (১), সালমান আলী আগা (১) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। যার মধ্যে দ্বিতীয় ওভারে নাওয়াজ, সালমান দুই পাকিস্তানি ব্যাটারকে ফিরিয়েছেন জ্যাকব ডাফি। দুই বারই ক্যাচ ধরেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক মিচ হে। চার নম্বরে নামা ইরফান খান পাল্টা আক্রমণের চেষ্টা করেন। একই সঙ্গে চলতে থাকে পাকিস্তানি ব্যাটারদের ড্রেসিংরুমে আসা-যাওয়ার পালা।৩০ রানে ৫ উইকেট হারিয়ে দলটি ৮ উইকেটে ৫৬ রানে পরিণত হয়।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানকে দেখে মনে হচ্ছিল নিজেদের সর্বনিম্ন ৭৪ রানে অলআউট হওয়ার রেকর্ডটাও ভেঙে যেতে পারে। সেটা অবশ্য হয়নি। নবম উইকেটে আবদুল সামাদ ও হারিস রউফ ২৩ বলে ২৪ রানের জুটি গড়েন। ১৪তম ওভারের পঞ্চম বলে রউফকে ফিরিয়ে জুটি ভাঙেন ডাফি। এবারও কিউই উইকেটরক্ষক হে ক্যাচ ধরেন। রানরেটের চাপে রউফ (১৩ বলে ৬ রান) আউট হয়েছেন ডিপ মিড উইকেট দিয়ে তুলে মারতে গিয়ে।

ধ্বংসস্তূপের মাঝে আবদুল সামাদের ব্যাটিংয়েই যা একটু লড়তে পেরেছে পাকিস্তান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে সামাদকে স্টাম্পিং করে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন ইশ সোধি। এশিয়ার দলটি তাতে ১৬.২ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায়। ৩০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করা সামাদই পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ রানসংগ্রাহক।

নিউজিল্যান্ডের ডাফি নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২০ রান। জাকারি ফুলকস পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জেমস নিশাম, উইলিয়াম ও’রুর্ক ও সোধি। কিউইদের ১১৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফিন অ্যালেন। ২০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর পঞ্চম ফিফটি। তিনিই আজ কিউইদের ইনিংস সর্বোচ্চ স্কোরার।

পাকিস্তান অধিনায়ক সালমান আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) ১ উইকেটে ৭৯ রান করে। কিউই ওপেনার টিম সাইফার্ট ২২ বলে ৪৪ রান করে আউট হওয়ার পর তাণ্ডব চালাতে থাকেন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েলরা।

দুই ওপেনার অ্যালেন-সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ের পর শেষের দিকে ঝড় তোলেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। সাত নম্বরে নামা ব্রেসওয়েল ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করেছে কিউইরা। পাকিস্তানের রউফ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৭ রান খরচ করেন পাকিস্তানি এই পেসার। আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি ২ ও ১ উইকেট পেয়েছেন।

১১৫ রানে জিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে আজই সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। এর আগে এই রেকর্ড কিউইরা গড়েছিল ২০১৬ সালে। ওয়েলিংটনে ২০১৬ সালে পাকিস্তানকে ৯৫ রানে হারিয়েছিল কিউইরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত