জাকেরকে কী পরামর্শ দিলেন রাসেল আরনল্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৪: ৫২
Thumbnail image

বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে পাদপ্রদীপের আলোয় চলে আসেন জাকের আলী অনিক। শেষের দিকে ঝড় তুলে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন অনেকবার। তাঁর সেই ফর্মের ধারাবাহিকতা দেখা যাচ্ছে জাতীয় দলেও। 

রাসেল আরনল্ড ধারাভাষ্য দিচ্ছেন এই বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে। জাকেরের ব্যাটিং সূক্ষ্মভাবে দেখার সুযোগ হচ্ছে সাবেক লঙ্কান ক্রিকেটারের ৷ সিলেটে লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৮.৫ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬৮ রান করেন জাকের। জাকেরের এমন ব্যাটিং বেশ উপভোগ করেছেন আরনল্ড ৷ গত পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যেভাবে সে খেলেছে (সিরিজের প্রথম ম্যাচে), উপভোগ্য ছিল। পাওয়ার শট খেলে বাংলাদেশকে আশা দিয়েছিল। যদি শেষ ওভারে সে আউট না হতো, সেদিন বাংলাদেশ জিততেও পারত। সব সময় সে এভাবে খেলতে পারবে না। সুযোগ এলেই যদি ধারাবাহিক ভালো করতে পারে, সে একজন তারকা হবে। নিচের দিকে একজন পাওয়ার হিটার পাওয়া খুবই ভালো।’ 

আরনল্ড তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ সময়ে ব্যাটিং করতেন লোয়ার মিডল অর্ডারে। এই পজিশনে কীভাবে ব্যাটিং করতে হয়, কেমন চাপ থাকে, সেটা তাঁর ভালোই জানা ৷ একই পজিশনের ব্যাটার তরুণ জাকের যদি তাঁর কাছে টিপস চাইতে আসেন, তাঁকে কী পরামর্শ দেবেন আরনল্ড? একটু রসিকতার সুরে বললেন, ‘এখন যদি সে আমার কাছে না আসে, তাহলে ভালোই হবে। সত্যি সে ভালো খেলছে।’ এরপর সিরিয়াস ভঙিতে যোগ করলেন, ‘পাওয়ার আছে, তাকে শুধু নার্ভটা ধরে রাখতে হবে। নিজের শক্তির ওপর আস্থা রাখতে হবে। ৬-৭ নম্বর পজিশনে একজন ব্যাটারকে গেম খুব ভালো বুঝতে হয়। কীভাবে গতি ধরে রাখতে হবে, সেটি বুঝতে ট্যাকটিক্যালি ভালো হতে হয়। একই সঙ্গে আপনার সঙ্গীর কাছ থেকেও সেরাটা বের করে নিয়ে আসতে হবে। খেলাটা শেষ করে আসার সামর্থ্য আছে বলেই এ পজিশনে আপনি ব্যাটিং করেন। আশা করি, সে এসব ঠিকঠাক ধরে রাখতে পারবে। সেদিন সে যখন ব্যাটিং করতে এল, শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদকে সমর্থন করে যাওয়া ছিল তার মূল কাজ। পরে নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়েছে। শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই নয়, ওয়ানডে ক্রিকেটেও এভাবে খেলতে হবে—দ্যাটস হোয়াট ইট ইজ। ওর এটা শুধু ধরে রাখতে হবে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত