Ajker Patrika

‘পাকিস্তানের ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই’

ক্রীড়া ডেস্ক
‘পাকিস্তানের ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পালাবদলের পর থেকে চলছে একের পর এক আলোচনা। রমিজ রাজা, নাজাম শেঠি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার শেঠিকে একহাত নিলেন রমিজ। 

গত বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রমিজ। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। শেঠি এসেই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। রমিজের মতে, শেঠি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। শেঠি সম্বন্ধে রমিজ বলেন, ‘নাজাম শেঠি জানেই না যে কয়মাস তাকে (শেঠি) পিসিবিতে থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে পিসিবিতে শুধু ক্ষমতা চায়।’ 

শেঠি পিসিবি প্রধান হওয়ার পেছনে রাজনীতির দিকে ইঙ্গিত করলেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘নাজাম শেঠিকে ক্ষমতায় বসাতে পাকিস্তান সরকার সংবিধানে পরিবর্তন এনেছে। আমি এমনটা আমার জীবনে দেখিনি। ক্রিকেটে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না। ক্রিকেটারদের এতে অসম্মান করা হয়।’ 

বরখাস্ত করার পর তাঁর সঙ্গে বাজে ব্যবহার করার কথাও বলেছেন রমিজ। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, গতকাল তিনি তাঁর ইউটিউব চ্যানেলে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই তারা করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ার সুযোগও দেয়নি তারা।সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। মনে হচ্ছিল যেন অফিস তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত