ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পালাবদলের পর থেকে চলছে একের পর এক আলোচনা। রমিজ রাজা, নাজাম শেঠি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার শেঠিকে একহাত নিলেন রমিজ।
গত বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রমিজ। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। শেঠি এসেই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। রমিজের মতে, শেঠি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। শেঠি সম্বন্ধে রমিজ বলেন, ‘নাজাম শেঠি জানেই না যে কয়মাস তাকে (শেঠি) পিসিবিতে থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে পিসিবিতে শুধু ক্ষমতা চায়।’
শেঠি পিসিবি প্রধান হওয়ার পেছনে রাজনীতির দিকে ইঙ্গিত করলেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘নাজাম শেঠিকে ক্ষমতায় বসাতে পাকিস্তান সরকার সংবিধানে পরিবর্তন এনেছে। আমি এমনটা আমার জীবনে দেখিনি। ক্রিকেটে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না। ক্রিকেটারদের এতে অসম্মান করা হয়।’
বরখাস্ত করার পর তাঁর সঙ্গে বাজে ব্যবহার করার কথাও বলেছেন রমিজ। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, গতকাল তিনি তাঁর ইউটিউব চ্যানেলে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই তারা করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ার সুযোগও দেয়নি তারা।সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। মনে হচ্ছিল যেন অফিস তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পালাবদলের পর থেকে চলছে একের পর এক আলোচনা। রমিজ রাজা, নাজাম শেঠি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। এবার শেঠিকে একহাত নিলেন রমিজ।
গত বৃহস্পতিবার পিসিবির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রমিজ। এরপরই পিসিবি প্রধানের পদে বসেন শেঠি। শেঠি এসেই পুরোনো নির্বাচক কমিটি ভেঙে দিয়েছেন। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানিয়েছেন তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। রমিজের মতে, শেঠি ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। শেঠি সম্বন্ধে রমিজ বলেন, ‘নাজাম শেঠি জানেই না যে কয়মাস তাকে (শেঠি) পিসিবিতে থাকতে হবে। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে পিসিবিতে শুধু ক্ষমতা চায়।’
শেঠি পিসিবি প্রধান হওয়ার পেছনে রাজনীতির দিকে ইঙ্গিত করলেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘নাজাম শেঠিকে ক্ষমতায় বসাতে পাকিস্তান সরকার সংবিধানে পরিবর্তন এনেছে। আমি এমনটা আমার জীবনে দেখিনি। ক্রিকেটে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না। ক্রিকেটারদের এতে অসম্মান করা হয়।’
বরখাস্ত করার পর তাঁর সঙ্গে বাজে ব্যবহার করার কথাও বলেছেন রমিজ। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, গতকাল তিনি তাঁর ইউটিউব চ্যানেলে লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে এক প্রকার আক্রমণই তারা করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ার সুযোগও দেয়নি তারা।সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। মনে হচ্ছিল যেন অফিস তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে পা হড়কানো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন কিছু নয়। চাপ সামলাতে না পারায় লাহোরে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়ারা ৫০ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালে বিদায়ঘণ্টা...
১৪ মিনিট আগেআচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগে