নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর ঘোষণা দেওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন নাজমুল হাসান পাপন। তবে তামিমের দিক থেকে সাড়া পাননি। অবশেষে আজ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি পাপনও। এই বৈঠক থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করার কথা জানান তামিম। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। মানসিকভাবে চাঙা হয়ে ফিরতে তাঁকে এই সময় দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তামিমের অবসর প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলন দেখে আমার একটা ধারণা হয়েছিল, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাওয়া যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে, সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’
তামিমের অবসর ঘোষণার পর গতকাল রাতেই জরুরি বৈঠকে বসেন বিসিবির কর্তারা। বৈঠক শেষে পাপন জানান, অবসর নিয়ে তাঁদের কোনো চিঠি দেননি তামিম। তবে আজ তামিম চিঠি দিয়েছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আজকে এটা এসেছে।’
এরপর পাপন জানিয়েছেন, যেহেতু তামিম শারীরিক ও মানসিকভাবে ফিট না, তাই প্রধানমন্ত্রী তাঁকে দেড় মাস বিশ্রামে থাকতে বলেছেন।
চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর ঘোষণা দেওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন নাজমুল হাসান পাপন। তবে তামিমের দিক থেকে সাড়া পাননি। অবশেষে আজ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি পাপনও। এই বৈঠক থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করার কথা জানান তামিম। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। মানসিকভাবে চাঙা হয়ে ফিরতে তাঁকে এই সময় দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তামিমের অবসর প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলন দেখে আমার একটা ধারণা হয়েছিল, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাওয়া যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে, সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’
তামিমের অবসর ঘোষণার পর গতকাল রাতেই জরুরি বৈঠকে বসেন বিসিবির কর্তারা। বৈঠক শেষে পাপন জানান, অবসর নিয়ে তাঁদের কোনো চিঠি দেননি তামিম। তবে আজ তামিম চিঠি দিয়েছেন জানিয়ে পাপন বলেছেন, ‘আজকে এটা এসেছে।’
এরপর পাপন জানিয়েছেন, যেহেতু তামিম শারীরিক ও মানসিকভাবে ফিট না, তাই প্রধানমন্ত্রী তাঁকে দেড় মাস বিশ্রামে থাকতে বলেছেন।
পেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২৭ মিনিট আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩২ মিনিট আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
৩ ঘণ্টা আগে