ক্রীড়া ডেস্ক
ঢাকা: ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছর বিরতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চান শচীন টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির আরও চাওয়া, বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও যেন ২-৩ মাসে শেষ হয়।
টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ২০১৯ সালের ১ আগস্ট অ্যাশেজ দিয়ে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কাল সাউদাম্পটনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-ভারত ফাইনাল ম্যাচ দিয়ে দুই বছর ধরে চলা টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হতে যাচ্ছে। শচীন বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি ওয়ানডে বিশ্বকাপের মতো হয়, তবে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
এ সময় শচীন যোগ করে বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও চার বছর পরপর হলে ভালো হয়। আগে থেকে ঠিক করতে হবে কারা টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায়। তাতে বিশ্বকাপের মতো ২-৩ মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতেও সুবিধা হবে।’
এর আগে ভারতের ক্রিকেট কিংবদন্তি কপিল দেব ও রবি শাস্ত্রী তিন টেস্টের ফাইনালের প্রস্তাব দিয়েছিলেন। শচীনও কপিল–শাস্ত্রীর সঙ্গে একমত। তিনি বলেন, ‘কয়েক মাস আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। ফাইনালটাও সিরিজের মতো হলে ভালো হয়। তিন টেস্টের ফাইনাল হওয়াটাই যুক্তিযুক্ত।’
ঢাকা: ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছর বিরতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চান শচীন টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির আরও চাওয়া, বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও যেন ২-৩ মাসে শেষ হয়।
টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ২০১৯ সালের ১ আগস্ট অ্যাশেজ দিয়ে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কাল সাউদাম্পটনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-ভারত ফাইনাল ম্যাচ দিয়ে দুই বছর ধরে চলা টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হতে যাচ্ছে। শচীন বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি ওয়ানডে বিশ্বকাপের মতো হয়, তবে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
এ সময় শচীন যোগ করে বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও চার বছর পরপর হলে ভালো হয়। আগে থেকে ঠিক করতে হবে কারা টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায়। তাতে বিশ্বকাপের মতো ২-৩ মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতেও সুবিধা হবে।’
এর আগে ভারতের ক্রিকেট কিংবদন্তি কপিল দেব ও রবি শাস্ত্রী তিন টেস্টের ফাইনালের প্রস্তাব দিয়েছিলেন। শচীনও কপিল–শাস্ত্রীর সঙ্গে একমত। তিনি বলেন, ‘কয়েক মাস আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। ফাইনালটাও সিরিজের মতো হলে ভালো হয়। তিন টেস্টের ফাইনাল হওয়াটাই যুক্তিযুক্ত।’
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৯ মিনিট আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১৩ ঘণ্টা আগে