জিদান কি পিএসজির কোচ হবেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২২, ২২: ২৮
Thumbnail image

তাঁর কোচিং ক্যারিয়ারটা খুব বেশি দিনের নয়। মাত্র পাঁচ বছরের। এর মধ্যে আবার বিরতিও আছে। এই স্বল্প সময়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন হ্যাটট্রিক উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবকটিই অবশ্য রিয়ালে প্রথম অধ্যায়ে।

দ্বিতীয় অধ্যায়টা অবশ্য হতাশার কেটেছে জিজুর। শিরোপাহীনভাবে শেষ করেছেন মৌসুম। গত বছর ফের সাময়িক নির্বাসনে চলে যান ফরাসি কিংবদন্তি। গুঞ্জন আছে, আসন্ন কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিজু। এ কারণেই নাকি সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী সাবেক ফুটবলার।

এর মধ্যেই চমকপ্রদ একটা খবর দিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েট। তিনি আভাস দিলেন মৌসুম শেষে প্যারিসে সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হিসেবে যোগ দিতে পারেন জিদান। ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ কর্তার ইঙ্গিতটা অবশ্য উড়িয়ে দেওয়ার উপায় নেই।

কারণ জিজুর কাছের লোকদের একজন জিদান। ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশাম বিশ্বকাপের পর সরে দাঁড়ালে তাঁর উত্তরসূরি হিসেবে জিদানের কথা ভাবছেন তিনি। গ্রায়েট নিজেও মুখ ফুটে বলেছেন। কিন্তু জিজু কী করবেন এ নিয়েই যতো জল্পনা।

আজ ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে এফএফএফ প্রেসিডেন্ট বলেছেন, 'আপনি কী বলছেন, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। রিয়াল মাদ্রিদে সে তার (কোচিং) দক্ষতা দেখিয়েছে। যদি দিদিয়ের (দেশাম) এবং আমার পথ আলাদা হয়ে যায় তখন নিশ্চিতভাবেই সে একটা বিকল্প হতে পারে। জিদান মনে হয় পিএসজির দায়িত্ব দেবেন। দেখা যাক কী হয়।'

অবশ্য পিএসজিতে এখনো দায়িত্বে আছেন মাওরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষে আর্জেন্টাইন কোচকে সরিয়ে দিতে পারে পিএসজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত