নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবালকে পরিকল্পনায় রেখে এগোচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকদের যত দুশ্চিন্তা ছিল তাঁর সঙ্গী নিয়ে। কিন্তু তামিম জানিয়ে দিলেন তিনিই বিশ্বকাপের দলে থাকতে চান না। আজ দুপুর ১টার দিকে ফেসবুকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ভক্তদের সামনে দিয়েছেন সেই ঘোষণা। ফেসবুকে দেওয়া এক ভিডিওতে তামিম বলেছেন সে কথা।
ছোট একটা ঘোষণা ছিল, জানিয়ে কথা বলা শুরু করেন তামিম। সেই ঘোষণাটা জানিয়েও দেন এরপর, ‘আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন (নাজমুল হাসান) ভাই ও প্রধান নির্বাচক নান্নু (মিনহাজুল আবেদীন) ভাইকে ফোন করেছিলাম। আমি তাঁদের কিছু বিষয় শেয়ার করেছি। সেটি এখন আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’
আমি তাঁদের (পাপন ও নান্নু) বলেছি, ‘আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা উচিত। আমি বিশ্বকাপের দলে থাকব না।’
বিশ্বকাপের দলে থাকতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেন তামিম। তিনি বলেন, ‘দু-তিনটি কারণ আছে। আমার মনে হয় গেম টাইম অন্যতম প্রধান কারণ। আমি বেশ কিছুদিন ধরে খেলছি না এই সংস্করণে। তবে চোট মনে হয় না অত বড় সমস্যা, মনে হয় বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’
গত ১৭ মাস তামিম দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। তাঁর অবর্তমানে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাসকে ওপেনিংয়ে দেখা গেছে। তামিম চান না হুট করে দলে এসে তাঁদের জায়গাটা নিয়ে নেন। এটিই যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে, সেটি বলেছেন তামিম নিজেই, ‘যে প্রধান জিনিসটা আমাকে সিদ্ধান্ত নিতে কাজ করেছে সেটি হলো, আমি গত ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলিনি। আমার জায়গায় যারা খেলেছিল তাদের প্রতি ন্যায়বিচার হবে না, আমার হঠাৎ করে এসে তাদের জায়গা নেওয়াটা। হয়তো আমি বিশ্বকাপের দলে থাকতাম। কিন্তু আমার কাছে মনে হয় না এটা ন্যায্য হতো।’
বিশ্বকাপের দলে থাকতে না চাইলেও এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না তামিম, ‘আমি এটি স্পষ্ট করে দিই আমি অবসর নিচ্ছি না। তবে বিশ্বকাপটা আমার খেলা হবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবালকে পরিকল্পনায় রেখে এগোচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকদের যত দুশ্চিন্তা ছিল তাঁর সঙ্গী নিয়ে। কিন্তু তামিম জানিয়ে দিলেন তিনিই বিশ্বকাপের দলে থাকতে চান না। আজ দুপুর ১টার দিকে ফেসবুকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ভক্তদের সামনে দিয়েছেন সেই ঘোষণা। ফেসবুকে দেওয়া এক ভিডিওতে তামিম বলেছেন সে কথা।
ছোট একটা ঘোষণা ছিল, জানিয়ে কথা বলা শুরু করেন তামিম। সেই ঘোষণাটা জানিয়েও দেন এরপর, ‘আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন (নাজমুল হাসান) ভাই ও প্রধান নির্বাচক নান্নু (মিনহাজুল আবেদীন) ভাইকে ফোন করেছিলাম। আমি তাঁদের কিছু বিষয় শেয়ার করেছি। সেটি এখন আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’
আমি তাঁদের (পাপন ও নান্নু) বলেছি, ‘আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা উচিত। আমি বিশ্বকাপের দলে থাকব না।’
বিশ্বকাপের দলে থাকতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেন তামিম। তিনি বলেন, ‘দু-তিনটি কারণ আছে। আমার মনে হয় গেম টাইম অন্যতম প্রধান কারণ। আমি বেশ কিছুদিন ধরে খেলছি না এই সংস্করণে। তবে চোট মনে হয় না অত বড় সমস্যা, মনে হয় বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’
গত ১৭ মাস তামিম দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। তাঁর অবর্তমানে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাসকে ওপেনিংয়ে দেখা গেছে। তামিম চান না হুট করে দলে এসে তাঁদের জায়গাটা নিয়ে নেন। এটিই যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে, সেটি বলেছেন তামিম নিজেই, ‘যে প্রধান জিনিসটা আমাকে সিদ্ধান্ত নিতে কাজ করেছে সেটি হলো, আমি গত ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলিনি। আমার জায়গায় যারা খেলেছিল তাদের প্রতি ন্যায়বিচার হবে না, আমার হঠাৎ করে এসে তাদের জায়গা নেওয়াটা। হয়তো আমি বিশ্বকাপের দলে থাকতাম। কিন্তু আমার কাছে মনে হয় না এটা ন্যায্য হতো।’
বিশ্বকাপের দলে থাকতে না চাইলেও এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না তামিম, ‘আমি এটি স্পষ্ট করে দিই আমি অবসর নিচ্ছি না। তবে বিশ্বকাপটা আমার খেলা হবে না।’
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে