সোহানকে ‘যোগ্য’ অধিনায়ক বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৮: ২৮
Thumbnail image

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। অধিনায়কত্ব পাওয়ার পরপরই মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজার অভিনন্দন পেয়েছিলেন তিনি। এবার এই উইকেটকিপার-ব্যাটারকে শুভকামনা জানিয়ে ‘যোগ্য’ অধিনায়ক বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। 

চট্টগ্রামে গতকাল রাতে ডিবিএল সিরামিকসের এক অনুষ্ঠানে এ কথা বলেন সাকিব। সোহানকে সমর্থন করে সাকিব বলেছেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। বিসিবি মনে করেছে ভবিষ্যতে ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ কারণেই ওকে আসলে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি।’ 

জিম্বাবুয়ে সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বিসিবি। তারুণ্য নির্ভর দল নিয়ে অধিনায়কত্বের শুরুটা চ্যালেঞ্জিং হলেও সেটা উতরে যাবেন সোহান, বিশ্বাস সাকিবের, ‘জিম্বাবুয়ে সিরিজ ভালো একটা চ্যালেঞ্জ হবে। আশা করি ও সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারবে।’ 

টি-টোয়েন্টির মতো টেস্টেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। টেস্ট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন সাকিব। বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক বলেছেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই একটু সময় লাগবে।’ 

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত