চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য আজ শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। ১৬ দলের দলে ফিরেছেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। দলে নতুন মুখ পেসার যশ দয়াল। 

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর তিন আলাদা আলাদা ভেন্যুতে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। 

এই সিরিজের জন্য বাংলাদেশ মিরপুরে প্রস্তুতি পর্ব সারছে। তবে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুয়েক দিনের মধ্যে হতে পারে দল ঘোষণা। আগামীকাল ভারতের ভিসাপ্রক্রিয়া শেষ হতে পারে নাজমুল হোসেন শান্তদের। ১৫ সেপ্টেদের ভারতে রওনা দেওয়ার কথা তাঁদের। তার আগে ১২ সেপ্টেম্বর ঢাকায় ফিরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন চন্ডিকা হাথুরুসিংহে সহ বিদেশি কোচিং স্টাফরা। 

ভারত প্রথম টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত