Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল দিল পাকিস্তান শাহিনস

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। তবে পাকিস্তানের মূল দল না খেলে এখানে খেলবে পাকিস্তান শাহিনস।ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। তবে পাকিস্তানের মূল দল না খেলে এখানে খেলবে পাকিস্তান শাহিনস।ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ তিনটি প্রস্তুতি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে। যার একটি রয়েছে বাংলাদেশের বিপক্ষেও।

বাংলাদেশের বিপক্ষে পিসিবির ঘোষিত পাকিস্তান শাহিনসের দলে আছেন ১২ ক্রিকেটার। এই দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস। হারিস খেলেছেন ৬ ওয়ানডে। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে শাহিনসের দলে আছেন বিপিএলের আরেক ক্রিকেটার আমির জামাল। তিনি সদ্য সমাপ্ত বিপিএলে খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।

বাংলাদেশের বিপক্ষে শাহিনসের দলে থাকা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র খেলেছেন ২০ ওয়ানডে। উসামা মীর খেলেছেন ১২ ওয়ানডে। এই দুই ক্রিকেটার ছাড়া আর কারও বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। জামাল, মুকিম এই সংস্করণে খেলেছেন ৩ ও ১ ম্যাচ। সাহিবজাদা ফারহান, ওমাইর বিন ইউসুফের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনো পর্যন্ত ওয়ানডে খেলেননি। পাকিস্তানের জার্সিতে ফারহান ও ওমাইর বিন ইউসুফ খেলেন ৯ ও ৬ টি-টোয়েন্টি।

১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান শাহিনস। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। একই দিনে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে শাহিনস। দক্ষিণ আফ্রিকা-শাহিনস ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা দুই দলের বিপক্ষে আলাদা দল নিয়ে খেলবে পাকিস্তান শাহিনস।

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান শাহিনস-আফগানিস্তান ম্যাচ দিয়ে। এই ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ১৬ ফেব্রুয়ারি করাচিতে প্রস্তুতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের দল

মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আবদুল সামাদ, আলি রাজা, আজান আওয়াইজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাশির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, উসামা মীর, সাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত