Ajker Patrika

আফিফের জাফনার হ্যাটট্রিক লঙ্কা প্রিমিয়ার লিগ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯: ২৮
আফিফের জাফনার হ্যাটট্রিক লঙ্কা প্রিমিয়ার লিগ

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আফিফ হোসেন ধ্রুব খেলেছেন জাফনা কিংসের হয়ে। আশানুরূপ পারফর‍ম্যান্স করতে না পারলেও নিজে হয়েছেন চ্যাম্পিয়ন দলের সদস্য। গতকাল কলম্বোর প্রেমাদাসায় শ্বাসরুদ্ধকর ফাইনালে কলম্বো স্টার্সকে ২ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় জাফনা। 

প্রেমাদাসায় গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জাফনা অধিনায়ক থিসারা পেরেরা। আগে ব্যাটিং পেয়ে কলম্বো করেছিল ৫ উইকেটে ১৬৩ রান। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা জাফনার ওপেনিংয়ে ২৫ বলে ৪৯ রানের জুটি গড়েন আভিস্কা ফার্নান্দো ও রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ৩৬ রান করা গুরবাজকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন বেনি হাওয়েল। তিন নম্বরে ব্যাটিং করতে নামেন আফিফ। তবে ১০ বলে ৩ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। 

আফিফের বিদায়ে জাফনার স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৬ রান। তৃতীয় উইকেট জুটিতে আভিস্কা-সাদিরা সামারাবিক্রমা করেন ৪৯ বলে ৭২ রানের জুটি। সামারাবিক্রমাকে ফিরিয়ে এই বিশাল জুটি ভাঙেন সুরঙ্গ লাকমাল। এখান থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাফনা। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে চ্যাম্পিয়ন হয় জাফনা। 

আফিফ এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন ৪ ম্যাচ। ২৩.৬৬ গড় ও ১৩১.৪৮ স্ট্রাইক রেটে করেন ৭১ রান। টুর্নামেন্টে ৭টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। গল গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে লিগ পর্বে ৩৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

এলপিএলের তিন মৌসুমের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা। এর আগের দুই মৌসুমেই গল গ্ল্যাডিয়েটরসকে হারিয়েছিল জাফনা। ২০২০ এলপিএলে ছিল জাফনা স্ট্যালিয়নস এবং ৫৩ রানে জিতে উদ্বোধনী শিরোপা জিতেছিল জাফনা। গতবার ২৩ রানের জয়ে শিরোপা জিতেছিল জাফনা কিংস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত