ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৬ বলে ৬৪ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ জেতানো এই ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ওপেনার। দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি।
সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। ধারাবাহিক ছন্দের পুরস্কার হিসেবে পেয়েছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে ওঠাতেও তাঁর অবদান ছিল অনবদ্য। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছন্দে আছেন এই ব্যাটার। শেষ পাঁচ ইনিংসে চার ফিফটি করেছেন তিনি। তাঁর শেষ পাঁচ ইনিংস হচ্ছে ৬৮, ৮৮ *, ৮, ৮৮ ও ৬৩।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে সব মিলিয়ে ৩১৫ রান করেছেন রিজওয়ান। এখনো দুই ম্যাচ বাকি আছে। নিশ্চিতভাবে রানটা আরও বেড়ে যাবে। তবে গতকালের ইনিংস দিয়েই দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে ৩০০ রানের রেকর্ড গড়েছেন এই ওপেনার।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সার্বিয়ার লেসলি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন সার্বিয়ান এই ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে গতকাল পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৬ বলে ৬৪ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ জেতানো এই ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ওপেনার। দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি।
সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। ধারাবাহিক ছন্দের পুরস্কার হিসেবে পেয়েছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে ওঠাতেও তাঁর অবদান ছিল অনবদ্য। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছন্দে আছেন এই ব্যাটার। শেষ পাঁচ ইনিংসে চার ফিফটি করেছেন তিনি। তাঁর শেষ পাঁচ ইনিংস হচ্ছে ৬৮, ৮৮ *, ৮, ৮৮ ও ৬৩।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে সব মিলিয়ে ৩১৫ রান করেছেন রিজওয়ান। এখনো দুই ম্যাচ বাকি আছে। নিশ্চিতভাবে রানটা আরও বেড়ে যাবে। তবে গতকালের ইনিংস দিয়েই দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে ৩০০ রানের রেকর্ড গড়েছেন এই ওপেনার।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সার্বিয়ার লেসলি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন সার্বিয়ান এই ব্যাটার।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩৫ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে