Ajker Patrika

বিশ্বকাপের আগে তাসকিনের কী হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের আগে তাসকিনের কী হলো

দুই দিন পর সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে বাংলাদেশ দল। তার ঠিক আগ মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে তাসকিন আহমেদের চোট। সাইড স্ট্রেইনের (পাঁজর) চোটে আজ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও খেলেননি এ পেসার।

ম্যাচ শেষে তাসকিনের অবস্থা নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘এখন পর্যন্ত আপডেট পাইনি। আমি জানি ভালো আছে। আসলে এটা ফিজিও এবং চিকিৎসক ভালো উত্তর দিতে পারবে।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য আজকের পত্রিকাকে জানিয়েছেন, তাসকিনের অবস্থা এখনই কিছু বলতে পারছেন না তাঁরা। অপেক্ষা করতে হবে স্ক্যানের রিপোর্টের জন্য। তিনি বলেছেন, ‘স্ক্যানের রিপোর্ট পেলে বোঝা যাবে কী অবস্থা। এখনই বলা যাচ্ছে না। রিপোর্ট পেতে আরেকটু সময় লাগবে।’

চতুর্থ টি-টোয়েন্টিতে তাসকিন ব্যথা পেয়েছেন বলে জানিয়েছেন দেবাশীষ। বিসিবির প্রধান চিকিৎসক বললেন, ‘চতুর্থ ম্যাচে ডাইভ দিতে গিয়ে সে চোট পায়। আজ সকালে অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করে এবং খেলার মতো অবস্থায় ছিল না। তারপর স্ক্যানের সিদ্ধান্ত নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত