Ajker Patrika

এবার একসঙ্গে খেললেন কোহলি-আনুশকা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২: ৩৮
এবার একসঙ্গে খেললেন কোহলি-আনুশকা

বাংলাদেশকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ভারতীয় দল আছে ফুরফুরে মেজাজে। এই সময় বিরাট কোহলি ও আনুশকা শর্মার ক্রিকেট খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। ভিডিওটা পোস্ট করেছেন কোহলির স্ত্রী আনুশকা। 

কোহলি-আনুশকা যে ক্রিকেট খেলেছেন, সেটা দেখে স্বাভাবিকভাবেই অনেকের পাড়ার ক্রিকেটের কথা মনে পড়েছে। আনুশকা আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁদের ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করেছেন। সেটাতে ক্যাপশন দিয়েছেন, ‘লুল্লু বোলিং, লাসসি শটস এবং পি্উমার সঙ্গে আরও কিছু সময়।’ ভিডিওর শুরুতে নিজেরা যখন ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আনুশকাকে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে  হারাতে পারব।তবে আমার নিয়ম অনুযায়ী এখানে খেলতে হবে।’

বড় এক কাগজে আনুশকা এক গাদা নিয়ম বের করেছেন। বলিউড অভিনেত্রী প্রথম নিয়ম হিসেবে বলেন, ‘৩ বার বল মিস হলে আউট। শরীরে ৩ বার বল লাগলেও আউট।’ এসব শুনে স্বামী কোহলি মুখ বাঁকিয়েছেন। আনুশকা এরপর বললেন, ‘এমন অভিব্যক্তি দেখালেও আউট।’ আনুশকার নিয়মে আরও বলা ছিল, ‘বল বেশি জোরে মারলেও আউট।’ তবে কোহলি ধৈর্য হারিয়ে নিয়ম বলা বাদ দিয়ে আনুশকাকে বোলিংয়ে যেতে বলেন। তখন আনুশকা বললেন, ‘৫ম নিয়ম হলো, যার ব্যাট সে আগে ব্যাট করবে।’ ব্যাট যেহেতু তার (আনুশকা),  তিনি তাই আগে ব্যাট করবেন। তাতেই থতমত খেয়ে গেলেন কোহলি। ভারতের তারকা ব্যাটার বলেন,‘এটা কোন ধরনের নিয়ম!’

আনুশকা অবশ্য কোহলির করা প্রথম বলেই বোল্ড হয়েছেন। আনুশকা তখন বলেন, ‘ষষ্ঠ নিয়ম-প্রথম বলটা হবে ট্রাই বল।’ পরের বলেও অবশ্য আউট হয়েছেন আনুশকা। তারপর ব্যাটিংয়ে নেমে বিশাল শট মারেন কোহলি। পত্নী আনুশকা বলেন, ‘সপ্তম নিয়ম-যে মারবে, সে বল কুড়িয়ে আনবে।’  স্ত্রীর কথা কী করে ফেলতে পারেন কোহলি! অগত্যা ভারতীয় তারকা ব্যাটার কষ্ট করে বল নিয়ে এলেন।

বল কুড়িয়ে আনার পরও অবশ্য কোহলির লাভ হয়নি। কারণ ভারতীয় ক্রিকেটার প্রস্তুত হওয়ার আগেই আনুশকা স্টাম্প ভেঙে দেন। স্টাম্প ঠিক ছিল না সেটা। স্টাম্পের আদলে ছিল কাঠের একটি বাক্স। আনুশকা তখন বলেন, ‘অষ্টম নিয়ম-তুমি রাগা মাত্রই আউট’।

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৬, ৯ ও ১২ অক্টোবর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে হবে তিনটি টি-টোয়েন্টি। তবে কোহলি যে এই সিরিজে থাকছেন না। কারণ ২৯ জুন বার্বাডোজে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত