ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে ইংল্যান্ড। তবে সেটা শুধু টেস্ট ক্রিকেটেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথম সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামবে ইংল্যান্ড। আইসিসির ইভেন্টটির পর ইংল্যান্ডের সাদা বলের সিরিজের দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল গতকাল ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সিরিজের দলকেই নেতৃত্ব দেবেন জস বাটলার। যেখানে বিশ্বকাপ দলে থাকা মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান তিন ক্রিকেটারকে অজি সিরিজের দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে কারণে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন হাল, টার্নার ও ব্রেথেল। শুধু টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে কক্স ও মৌসলিকে।
তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ব্রাইডন কার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন ইংলিশ এই পেসার। কার্সের পাশাপাশি জফরা আর্চার, আদিল রশিদ, উইল জ্যাকস, রিস টপলির মতো ক্রিকেটাররাও আছেন দুই সিরিজে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও আর্চার ওয়ানডে দলে নেই প্রায় দেড় বছর। ২০২৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সবশেষ ওয়ানডে খেলেন আর্চার।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জেমি স্মিথ আছেন দারুণ ছন্দে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ম্যানচেস্টারে প্রথম টেস্টে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টের ম্যাচ-সেরা স্মিথ আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ১০ সেপ্টেম্বর শেষ হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজ থেকেই ইংল্যান্ডের সাদা বলের দলে যোগ দেওয়ার কথা স্মিথের। চলমান লঙ্কা সিরিজে থাকা স্মিথের পাশাপাশি ম্যাথু পটস, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক আছেন অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে।
সাউদাম্পটনে ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৫ সেপ্টেম্বর কার্ডিফ ও ম্যানচেস্টারে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। নটিংহামে ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল
জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মুসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার
ইংল্যান্ড ওয়ানডে দল
জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে ইংল্যান্ড। তবে সেটা শুধু টেস্ট ক্রিকেটেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথম সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামবে ইংল্যান্ড। আইসিসির ইভেন্টটির পর ইংল্যান্ডের সাদা বলের সিরিজের দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল গতকাল ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সিরিজের দলকেই নেতৃত্ব দেবেন জস বাটলার। যেখানে বিশ্বকাপ দলে থাকা মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান তিন ক্রিকেটারকে অজি সিরিজের দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে কারণে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন হাল, টার্নার ও ব্রেথেল। শুধু টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে কক্স ও মৌসলিকে।
তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ব্রাইডন কার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন ইংলিশ এই পেসার। কার্সের পাশাপাশি জফরা আর্চার, আদিল রশিদ, উইল জ্যাকস, রিস টপলির মতো ক্রিকেটাররাও আছেন দুই সিরিজে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও আর্চার ওয়ানডে দলে নেই প্রায় দেড় বছর। ২০২৩ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সবশেষ ওয়ানডে খেলেন আর্চার।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জেমি স্মিথ আছেন দারুণ ছন্দে। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ম্যানচেস্টারে প্রথম টেস্টে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টের ম্যাচ-সেরা স্মিথ আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। ১০ সেপ্টেম্বর শেষ হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজ থেকেই ইংল্যান্ডের সাদা বলের দলে যোগ দেওয়ার কথা স্মিথের। চলমান লঙ্কা সিরিজে থাকা স্মিথের পাশাপাশি ম্যাথু পটস, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক আছেন অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে।
সাউদাম্পটনে ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৫ সেপ্টেম্বর কার্ডিফ ও ম্যানচেস্টারে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। নটিংহামে ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল
জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মুসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার
ইংল্যান্ড ওয়ানডে দল
জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২৫ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে