ক্রীড়া ডেস্ক
চুক্তির পাঁচ মাস বাকি থাকার আগেই ছাঁটাই হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর বিরুদ্ধে মাঠে খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণের প্রমাণ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি পাওনা ছুটির চেয়ে অনেক বেশি ছুটিও কাটিয়েছেন। এই দুই অভিযোগে বরখাস্ত করার আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি।
নির্ধারিত সময়ের মধ্যে হাথুরু তাঁর ব্যাখ্যা দিয়েছেন। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর সবকিছু পর্যালোচনা করতে আজ জরুরি বোর্ড সভায় আলোচনা করা হয়। সবকিছু বিবেচনা করে হাথুরুর ব্যাখ্যা ‘অসন্তোষজনক, অগ্রহণযোগ্য ও দায়িত্ব পালনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ মনে করে বিসিবি। এই জরুরি সভায় উপস্থিত এক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাথুরু নিজের ব্যাখ্যায় দাবি করেছেন, তিনি নাসুমকে (নাসুম আহমেদ) চড় মারেননি বা শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। তাঁর এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি বিসিবি। ওই পরিচালক আরও জানান, হাথুরু যেমন তাঁর আইনজীবীর পরামর্শ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের আইনজীবীর পরামর্শেই।
১৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুকে ছাঁটাইয়ের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুততম সিদ্ধান্তে বরখাস্ত করা হয় লঙ্কান কোচকে। হাথুরুর বিকল্প হিসেবে ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। এখনই লম্বা সময়ের জন্য তাঁকে চাইছে না বিসিবি।
সিমন্সের নিয়োগের বিষয়টি আজ অনুমোদন পেয়েছে বিসিবির পরিচালকদের সভায়।
চুক্তির পাঁচ মাস বাকি থাকার আগেই ছাঁটাই হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর বিরুদ্ধে মাঠে খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণের প্রমাণ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি পাওনা ছুটির চেয়ে অনেক বেশি ছুটিও কাটিয়েছেন। এই দুই অভিযোগে বরখাস্ত করার আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি।
নির্ধারিত সময়ের মধ্যে হাথুরু তাঁর ব্যাখ্যা দিয়েছেন। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর সবকিছু পর্যালোচনা করতে আজ জরুরি বোর্ড সভায় আলোচনা করা হয়। সবকিছু বিবেচনা করে হাথুরুর ব্যাখ্যা ‘অসন্তোষজনক, অগ্রহণযোগ্য ও দায়িত্ব পালনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ মনে করে বিসিবি। এই জরুরি সভায় উপস্থিত এক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাথুরু নিজের ব্যাখ্যায় দাবি করেছেন, তিনি নাসুমকে (নাসুম আহমেদ) চড় মারেননি বা শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। তাঁর এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি বিসিবি। ওই পরিচালক আরও জানান, হাথুরু যেমন তাঁর আইনজীবীর পরামর্শ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের আইনজীবীর পরামর্শেই।
১৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুকে ছাঁটাইয়ের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুততম সিদ্ধান্তে বরখাস্ত করা হয় লঙ্কান কোচকে। হাথুরুর বিকল্প হিসেবে ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। এখনই লম্বা সময়ের জন্য তাঁকে চাইছে না বিসিবি।
সিমন্সের নিয়োগের বিষয়টি আজ অনুমোদন পেয়েছে বিসিবির পরিচালকদের সভায়।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে