ক্রীড়া ডেস্ক
চুক্তির পাঁচ মাস বাকি থাকার আগেই ছাঁটাই হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর বিরুদ্ধে মাঠে খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণের প্রমাণ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি পাওনা ছুটির চেয়ে অনেক বেশি ছুটিও কাটিয়েছেন। এই দুই অভিযোগে বরখাস্ত করার আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি।
নির্ধারিত সময়ের মধ্যে হাথুরু তাঁর ব্যাখ্যা দিয়েছেন। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর সবকিছু পর্যালোচনা করতে আজ জরুরি বোর্ড সভায় আলোচনা করা হয়। সবকিছু বিবেচনা করে হাথুরুর ব্যাখ্যা ‘অসন্তোষজনক, অগ্রহণযোগ্য ও দায়িত্ব পালনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ মনে করে বিসিবি। এই জরুরি সভায় উপস্থিত এক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাথুরু নিজের ব্যাখ্যায় দাবি করেছেন, তিনি নাসুমকে (নাসুম আহমেদ) চড় মারেননি বা শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। তাঁর এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি বিসিবি। ওই পরিচালক আরও জানান, হাথুরু যেমন তাঁর আইনজীবীর পরামর্শ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের আইনজীবীর পরামর্শেই।
১৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুকে ছাঁটাইয়ের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুততম সিদ্ধান্তে বরখাস্ত করা হয় লঙ্কান কোচকে। হাথুরুর বিকল্প হিসেবে ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। এখনই লম্বা সময়ের জন্য তাঁকে চাইছে না বিসিবি।
সিমন্সের নিয়োগের বিষয়টি আজ অনুমোদন পেয়েছে বিসিবির পরিচালকদের সভায়।
চুক্তির পাঁচ মাস বাকি থাকার আগেই ছাঁটাই হয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর বিরুদ্ধে মাঠে খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণের প্রমাণ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি পাওনা ছুটির চেয়ে অনেক বেশি ছুটিও কাটিয়েছেন। এই দুই অভিযোগে বরখাস্ত করার আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি।
নির্ধারিত সময়ের মধ্যে হাথুরু তাঁর ব্যাখ্যা দিয়েছেন। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর সবকিছু পর্যালোচনা করতে আজ জরুরি বোর্ড সভায় আলোচনা করা হয়। সবকিছু বিবেচনা করে হাথুরুর ব্যাখ্যা ‘অসন্তোষজনক, অগ্রহণযোগ্য ও দায়িত্ব পালনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ মনে করে বিসিবি। এই জরুরি সভায় উপস্থিত এক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাথুরু নিজের ব্যাখ্যায় দাবি করেছেন, তিনি নাসুমকে (নাসুম আহমেদ) চড় মারেননি বা শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। তাঁর এই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি বিসিবি। ওই পরিচালক আরও জানান, হাথুরু যেমন তাঁর আইনজীবীর পরামর্শ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের আইনজীবীর পরামর্শেই।
১৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুকে ছাঁটাইয়ের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুততম সিদ্ধান্তে বরখাস্ত করা হয় লঙ্কান কোচকে। হাথুরুর বিকল্প হিসেবে ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। এখনই লম্বা সময়ের জন্য তাঁকে চাইছে না বিসিবি।
সিমন্সের নিয়োগের বিষয়টি আজ অনুমোদন পেয়েছে বিসিবির পরিচালকদের সভায়।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৬ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৮ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১০ ঘণ্টা আগে