ডারবান টেস্ট
ক্রীড়া ডেস্ক
৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
হাতে আছে দুই দিন ও ৫ উইকেট—অন্তত ড্র করতে হলেও অলৌকিক কিছু করতে হবে লঙ্কানদের। এমন অসম্ভবকে কি সম্ভব করতে পারবেন দীনেশ চান্দিমাল (২৯) ও ধনাঞ্জয়া ডি সিলভা (০) ! নিজেরাও হয়তো সেই আশা না করলেও হারটাকে বিলম্বিত করতে আগামীকাল চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন দুজনে।
আজ দক্ষিণ আফ্রিকা ডারবানে সিরিজের প্রথম টেস্ট জয়ের আশা নিয়ে দিন পার করেছে ত্রিস্তান স্তাবস (১২২) ও অধিনায়ক টেম্বা বাভুমার (১১৩) সেঞ্চুরিতে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেট ৩৬৬ রানে। স্তাবস ১৭ ও বাভুমা ২৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। চা বিরতির আগে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে চতুর্থ উইকেটে করেন ২৪৯ রানের জুটি।
বাভুমা ফেরার পরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। তার আগে তিনি স্তাবসের সঙ্গে করেছেন লঙ্কানদের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। তাতেই রানের পাহাড় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। আগেরটি ছিল ৫০৭, কেপটাউনে ২০১৭ সালে।
আজ তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও প্রোটিয়া পেসারদের তোপের সামনে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। গতকাল সারা দিনে পড়েছিল ১৯ উইকেট। তৃতীয় দিনে সেই সংখ্যাটা ৭। তার দুটি করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ১৯১ রান। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে মাত্র ৪২।
৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
হাতে আছে দুই দিন ও ৫ উইকেট—অন্তত ড্র করতে হলেও অলৌকিক কিছু করতে হবে লঙ্কানদের। এমন অসম্ভবকে কি সম্ভব করতে পারবেন দীনেশ চান্দিমাল (২৯) ও ধনাঞ্জয়া ডি সিলভা (০) ! নিজেরাও হয়তো সেই আশা না করলেও হারটাকে বিলম্বিত করতে আগামীকাল চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন দুজনে।
আজ দক্ষিণ আফ্রিকা ডারবানে সিরিজের প্রথম টেস্ট জয়ের আশা নিয়ে দিন পার করেছে ত্রিস্তান স্তাবস (১২২) ও অধিনায়ক টেম্বা বাভুমার (১১৩) সেঞ্চুরিতে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেট ৩৬৬ রানে। স্তাবস ১৭ ও বাভুমা ২৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। চা বিরতির আগে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে চতুর্থ উইকেটে করেন ২৪৯ রানের জুটি।
বাভুমা ফেরার পরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। তার আগে তিনি স্তাবসের সঙ্গে করেছেন লঙ্কানদের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। তাতেই রানের পাহাড় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। আগেরটি ছিল ৫০৭, কেপটাউনে ২০১৭ সালে।
আজ তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও প্রোটিয়া পেসারদের তোপের সামনে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। গতকাল সারা দিনে পড়েছিল ১৯ উইকেট। তৃতীয় দিনে সেই সংখ্যাটা ৭। তার দুটি করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ১৯১ রান। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে মাত্র ৪২।
ইংল্যান্ডে বোলিংয়ের নিষেধাজ্ঞা পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আজ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি...
৪২ মিনিট আগেহারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছে আফগানিস্তান। দুর্দান্ত জয়ে সিরিজ জমিয়ে তুলল সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় দুই দল। কাল একই মাঠে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে মাঠে নামবেন সিকান্দার রাজা-রশিদ খানরা।
১ ঘণ্টা আগেনানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে কাটল সংকট। আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি হবে হাইব্রিড মডেলেই। হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১ ঘণ্টা আগেচার দিনের সফর শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়েছে। গত মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানোর পর ট্রফি প্রথমে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়, সেখানে দুই দিনের সফর শেষে ঢাকায় আসে ট্রফি। ১৫-২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে ট্রফি প্রদর্শিত হবে।
২ ঘণ্টা আগে