ক্রীড়া ডেস্ক
অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে ইনিংস শুরু করেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। ভাইয়ের খেলা মাঠে বসেই দেখছেন বোন সারা টেন্ডুলকারও।
মাঠে নামার আগে অর্জুনকে ক্যাপ পরিয়ে দেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। এই ক্যাপ পরেছিলেন তাঁর বাবাও। আইপিএলের প্রথম মৌসুম থেকে মোট পাঁচ বছর অর্থাৎ ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলেছেন শচীন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলেও খেলছেন একই ফ্র্যাঞ্জাইজিতে।
মাঠে নেমেই এক বিরল রেকর্ড গড়েছেন অর্জুন। আইপিএলে খেলা প্রথম পিতা-পুত্র শচীন ও অর্জুন। দুজনই একই ফ্র্যাঞ্জাইজিতে। অবশ্য মুম্বাই শচীনপুত্রকে কিনেছিল ২০২১ সালে, ২০ লাখ রুপিতে। কিন্তু সেবার সুযোগ হয়নি মাঠে নামার। পরের মৌসুমে আরও ১০ লাখ রুপি বাড়িয়ে তাঁকে রেখে দেয় মুম্বাই। এবারও নিলামে মুম্বাই ইন্ডিয়ানস অর্জুনকে কিনেছে ৩০ লাখ রুপিতে। তবে শুরুতে কেউ তাঁকে কেউ কিনতে না চাইলেও শেষদিকে মুম্বাই তাঁকে দলে নেয়।
মুম্বাই ও গোয়ার হয়ে অর্জুন সমান ৭টি করে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। মূলত বোলার হলেও ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে পারেন তিনি। বাবার মতো তিনিও রঞ্জিতে অভিষেকেই গোয়ার হয়ে সেঞ্চুরি করেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের প্রথম ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য অর্জুন।
অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে ইনিংস শুরু করেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। ভাইয়ের খেলা মাঠে বসেই দেখছেন বোন সারা টেন্ডুলকারও।
মাঠে নামার আগে অর্জুনকে ক্যাপ পরিয়ে দেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। এই ক্যাপ পরেছিলেন তাঁর বাবাও। আইপিএলের প্রথম মৌসুম থেকে মোট পাঁচ বছর অর্থাৎ ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলেছেন শচীন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলেও খেলছেন একই ফ্র্যাঞ্জাইজিতে।
মাঠে নেমেই এক বিরল রেকর্ড গড়েছেন অর্জুন। আইপিএলে খেলা প্রথম পিতা-পুত্র শচীন ও অর্জুন। দুজনই একই ফ্র্যাঞ্জাইজিতে। অবশ্য মুম্বাই শচীনপুত্রকে কিনেছিল ২০২১ সালে, ২০ লাখ রুপিতে। কিন্তু সেবার সুযোগ হয়নি মাঠে নামার। পরের মৌসুমে আরও ১০ লাখ রুপি বাড়িয়ে তাঁকে রেখে দেয় মুম্বাই। এবারও নিলামে মুম্বাই ইন্ডিয়ানস অর্জুনকে কিনেছে ৩০ লাখ রুপিতে। তবে শুরুতে কেউ তাঁকে কেউ কিনতে না চাইলেও শেষদিকে মুম্বাই তাঁকে দলে নেয়।
মুম্বাই ও গোয়ার হয়ে অর্জুন সমান ৭টি করে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। মূলত বোলার হলেও ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে পারেন তিনি। বাবার মতো তিনিও রঞ্জিতে অভিষেকেই গোয়ার হয়ে সেঞ্চুরি করেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের প্রথম ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য অর্জুন।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে