ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে যা বললেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২: ৩২
Thumbnail image

ঢাকা ডমিনেটরসকে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু এর মধ্যেই সংবাদমাধ্যমে খবর—সিলেট ফ্র্যাঞ্চাইজির এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

গতকাল ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে ফিক্সিংয়ের ব্যাপারে জানতে চায় গণমাধ্যম। সিলেট স্ট্রাইকার্সের একজন পরিচালকের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছিল। এ ব্যাপারে আকসু থেকে আপনাদের (খেলোয়াড়দের) কোনো মেসেজ বা সতর্ক করা হয়েছে কি না? 

এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘এখানে যারা খেলছে, এমন একজন প্লেয়ার বলতে পারবে না যে এই সম্বন্ধে জানে না। এখানে সাবধানতার কিছু নাই। যে জানে না বলবে, সে-ই মিথ্যা কথা (বলছে)। তাই না? তো এখানে সাবধানতার কিছু নাই।’ 

যদিও বিষয়টি সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে জানানো হয়েছে বলে খবর রয়েছে। মাশরাফি মনে করেন, তাঁ দলের সবাই ভালো করে জানেন এ ধরনের প্রস্তাব পেলে কী করতে হবে। সিলেটের অধিনায়ক বললেন, ‘পরিচালককে বলেছে কি না, সে পরিষ্কারভাবে বলতে পারবে। আকসুকে যদি বলে না থাকে, তাহলে অন্য বিষয়। আর বললে খুব ভালো। স্বাভাবিক বিষয়, যদি তাদের কাছে কিছু এসে থাকে, আকসুকে বলবে। তবে আমার মনে হয় দলের সবাই জানে করণীয় কী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত