নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ডমিনেটরসকে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু এর মধ্যেই সংবাদমাধ্যমে খবর—সিলেট ফ্র্যাঞ্চাইজির এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
গতকাল ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে ফিক্সিংয়ের ব্যাপারে জানতে চায় গণমাধ্যম। সিলেট স্ট্রাইকার্সের একজন পরিচালকের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছিল। এ ব্যাপারে আকসু থেকে আপনাদের (খেলোয়াড়দের) কোনো মেসেজ বা সতর্ক করা হয়েছে কি না?
এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘এখানে যারা খেলছে, এমন একজন প্লেয়ার বলতে পারবে না যে এই সম্বন্ধে জানে না। এখানে সাবধানতার কিছু নাই। যে জানে না বলবে, সে-ই মিথ্যা কথা (বলছে)। তাই না? তো এখানে সাবধানতার কিছু নাই।’
যদিও বিষয়টি সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে জানানো হয়েছে বলে খবর রয়েছে। মাশরাফি মনে করেন, তাঁ দলের সবাই ভালো করে জানেন এ ধরনের প্রস্তাব পেলে কী করতে হবে। সিলেটের অধিনায়ক বললেন, ‘পরিচালককে বলেছে কি না, সে পরিষ্কারভাবে বলতে পারবে। আকসুকে যদি বলে না থাকে, তাহলে অন্য বিষয়। আর বললে খুব ভালো। স্বাভাবিক বিষয়, যদি তাদের কাছে কিছু এসে থাকে, আকসুকে বলবে। তবে আমার মনে হয় দলের সবাই জানে করণীয় কী।’
ঢাকা ডমিনেটরসকে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু এর মধ্যেই সংবাদমাধ্যমে খবর—সিলেট ফ্র্যাঞ্চাইজির এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
গতকাল ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে ফিক্সিংয়ের ব্যাপারে জানতে চায় গণমাধ্যম। সিলেট স্ট্রাইকার্সের একজন পরিচালকের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছিল। এ ব্যাপারে আকসু থেকে আপনাদের (খেলোয়াড়দের) কোনো মেসেজ বা সতর্ক করা হয়েছে কি না?
এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘এখানে যারা খেলছে, এমন একজন প্লেয়ার বলতে পারবে না যে এই সম্বন্ধে জানে না। এখানে সাবধানতার কিছু নাই। যে জানে না বলবে, সে-ই মিথ্যা কথা (বলছে)। তাই না? তো এখানে সাবধানতার কিছু নাই।’
যদিও বিষয়টি সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে জানানো হয়েছে বলে খবর রয়েছে। মাশরাফি মনে করেন, তাঁ দলের সবাই ভালো করে জানেন এ ধরনের প্রস্তাব পেলে কী করতে হবে। সিলেটের অধিনায়ক বললেন, ‘পরিচালককে বলেছে কি না, সে পরিষ্কারভাবে বলতে পারবে। আকসুকে যদি বলে না থাকে, তাহলে অন্য বিষয়। আর বললে খুব ভালো। স্বাভাবিক বিষয়, যদি তাদের কাছে কিছু এসে থাকে, আকসুকে বলবে। তবে আমার মনে হয় দলের সবাই জানে করণীয় কী।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে