Ajker Patrika

ভারতকে নিয়ে এবার খেলছে অস্ট্রেলিয়াও

 ক্রীড়া ডেস্ক
: ভারতের উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার উদযাপন। পার্থে অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ধুঁকছে এশিয়ার দলটি। ছবি: ক্রিকইনফো
: ভারতের উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার উদযাপন। পার্থে অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ধুঁকছে এশিয়ার দলটি। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।

বাংলাদেশকে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর থেকেই টেস্টে জয়ের দেখা পাচ্ছে না ভারত। নিজেদের মাঠে ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে নিউজিল্যান্ডের কাছে। টানা তিন টেস্ট হারার পর ভারত আজ পার্থে খেলতে নেমেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরিজের প্রথম টেস্টের শুরুতেই অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান করেছে সফরকারীরা।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় ভারতকে পার্থে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টস জিতে বুমরা নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে অস্ট্রেলিয়ার পেসারদের সুইং ও গতি সামলে টেস্ট মেজাজে খেললেও ভারত উইকেট হারাচ্ছে নিয়মিত বিরতিতে। ১৬.২ ওভারে ৩ উইকেটে ৩২ রানে পরিণত হয় সফরকারীরা। ওপেনার যশস্বী জয়সওয়াল ও তিন নম্বরে নামা দেবদূত পাড়িক্কাল দুজনেই শূন্য রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার মাঠে যে বিরাট কোহলি ভালো খেলেন, তিনি করেছেন কেবল ৫ রান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে জশ হ্যাজলউডের অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে যান কোহলি। প্রথম স্লিপে ক্যাচ ধরেছেন উসমান খাজা।

রোহিতের পরিবর্তে ওপেনিংয়ে আজ ব্যাটিংয়ে নামেন লোকেশ রাহুল। সেই রাহুলকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি মিচেল স্টার্ক। ৭৪ বলে ৩ চারে ২৬ রান করেন রাহুল। ভারতীয় এই ব্যাটারের উইকেটটা অস্ট্রেলিয়ার নিতে হয়েছে রিভিউর মাধ্যমে। ২৩তম ওভারের দ্বিতীয় বলে স্টার্কের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি যে ক্যাচ ধরেছেন, সেটা রাহুলের ব্যাট না প্যাড থেকে এসেছে তা নিয়ে রিভিউর সময়ও তৈরি হয়েছে জটিলতা। শেষ পর্যন্ত আম্পায়ার তাঁকে (রাহুল) আউট ঘোষণা করেন।

রাহুলের পর দ্রুতই ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর এই দুই ব্যাটারকে ফেরান মিচেল মার্শ। ২৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ৬ উইকেটে ৭৩ রানে পরিণত হয় ভারত। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন নীতিশ কুমার রেড্ডি ও ঋষভ পন্ত। তুলনামূলক আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন এই দুই ব্যাটার।সপ্তম উইকেটে ৫০ বলে ৩২ রানের জুটি গড়ে ফেলেছেন রেড্ডি ও পন্ত। ২৮ ও ২১ রানে ব্যাটিং করছেন পন্ত ও রেড্ডি। স্টার্ক, হ্যাজলউড, মার্শ-অস্ট্রেলিয়ার তিন পেসারই দুটি করে উইকেট নিয়েছেন।

পার্থে আজ টেস্টে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রথম ম্যাচ খেলছেন নাথান ম্যাকসুইনি। ভারতের অভিষেক হয়েছে হারশিত রানা ও রেড্ডির। রেড্ডির আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেলেও ভারতের জার্সিতে হারশিতের আজই প্রথম ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত