Ajker Patrika

ঘরের মাঠে ভারতের ৪৬ রানের ‘লজ্জা’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৭: ৫৭
ঘরের মাঠে ভারতের ৪৬ রানের ‘লজ্জা’

চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট পড়ছে। সেটা অন্য কোনো দলের নয়। টেস্টে চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের। সেই ভারতই কি না আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪৬ রানে গুটিয়ে গেল। 

বেঙ্গালুরুতে গতকাল ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় খেলা শুরু করা যায়নি। আজ দ্বিতীয় দিনেও বৃষ্টি ঝামেলা করেছে। প্রাকৃতিক বৃষ্টিকে পেছনে ফেলেছে কিউই বোলারদের ‘উইকেটবৃষ্টি’। ৪৬ রানে অলআউট হয়ে ভারত তাদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ড গড়েছে। সর্বনিম্ন ৩৬ রানে ভারত অলআউট হয়েছিল ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় সর্বনিম্ন ৪২ রানে গুটিয়ে যাওয়ার ঘটনা অবশ্য অনেক পুরোনো। লর্ডসে ১৯৭৪ সালে ভারতকে ৪২ রানে প্যাকেট করেছিল ইংল্যান্ড।

ভারতের ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক পেরোতে পেরেছেন দুই ব্যাটার। সর্বোচ্চ ২০ রান করেন ঋষভ পন্ত। ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে আসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। বাকিদের স্কোর মোবাইল নম্বরের মতো। বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা,রবিচন্দ্রন অশ্বিন-স্বাগতিকদের এই ৫ ব্যাটার ডাক মেরেছেন। ভারত ব্যাটিং করেছে ৩১.২ ওভার। নিউজিল্যান্ডের সেরা বোলার ম্যাট হেনরি নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এটা তাঁর চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট। ১৩.২ ওভার বোলিং করে ১৫ রান খরচ করেছেন। উইলিয়াম ও’ রুর্কি ও টিম সাউদি নিয়েছেন ৪ ও ১ উইকেট। 

ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট গতকাল শুরু হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় প্রথম দিন একটা বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সবশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন শুবমান গিল ও আকাশ দীপ। কারণ গিল শতভাগ ফিট না হওয়ায় কিউইদের বিপক্ষে এই টেস্টের একাদশে সুযোগ পাননি। ঘাড়ে ব্যথায় ভুগছেন তিনি। বেঙ্গালুরুতে তাঁদের (গিল, আকাশ) পরিবর্তে এসেছেন সরফরাজ খান ও কুলদীপ যাদব।

প্রথমে ব্যাটিং নেওয়া ভারতের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৯ রানে। সপ্তম ওভারের তৃতীয় বলে টিম সাউদির ইনসুইঙ্গার কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়েছেন রোহিত। তিনে নামা কোহলিও রানের খাতা খোলার আগে দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। নবম ওভারের শেষ বলে উইল ও’রুর্কির হঠাৎ লাফিয়ে ওঠা বল কোনোরকমে ঠেকাতে চেয়েছেন কোহলি। গ্লাভসে লেগে বল উড়ে যেতে না যেতেই ক্ষিপ্রতার সঙ্গে লেগ গালিতে ক্যাচটি লুফে নেন গ্লেন ফিলিপস। 

সাত মাস পর টেস্টে সুযোগ পেয়ে হেলায় হারালেন সরফরাজ। দশম ওভারের চতুর্থ বলে হেনরিকে উড়িয়ে মারতে যান সরফরাজ। মিড অফে ডাইভ দিয়ে  ক্যাচ ধরেন ডেভন কনওয়ে।নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের প্রথম সেশনেই যা সর্বনাশ হওয়ার হয়ে যায়। ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ভারতীয়রা। 

লাঞ্চের পর ফিরতে না ফিরতেই উইকেট হারায় ভারত। ২৪তম ওভারের শেষ বলে হেনরির অফস্টাম্প লাইনের বল ডিফেন্স করতে যান অশ্বিন। হাওয়ায় ভাসা বল প্রথম স্লিপে সহজেই ধরেন ফিলিপস। একপ্রান্ত ধরে খেলতে থাকা পন্তকেও দ্রুত বিদায় করে নিউজিল্যান্ড। ২৬তম ওভারের তৃতীয় বলে পন্তের উইকেটও নেন হেনরি। কিউইদের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে ভারত প্যাকেট হয়ে যায় ৫০ রানের আগেই। স্বাগতিকদের ইনিংসের ইতি টানেন হেনরি। ৩২তম ওভারের দ্বিতীয় বলে কাট করতে যান কুলদীপ যাদব। গালিতে দাঁড়িয়ে থাকা বদলি ফিল্ডার মাইকেল ব্রেসওয়েল বাঁ দিকে ঝাঁপিয়ে ক্ষিপ্রতার সঙ্গে তালুবন্দী করেন। 

টেস্টে ভারতের সর্বনিম্ন ৫টি অলআউট হওয়ার ইনিংস
                 প্রতিপক্ষ              ভেন্যু                      সাল
৩৬            অস্ট্রেলিয়া             অ্যাডিলেড            ২০২০
৪২             ইংল্যান্ড                   লর্ডস                  ১৯৭৪
৪৬            নিউজিল্যান্ড          বেঙ্গালুরু               ২০২৪
৫৮            অস্ট্রেলিয়া              ব্রিসবেন                ১৯৪৭
৫৮            ইংল্যান্ড                ম্যানচেস্টার             ১৯৫২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত