সাকিবদের ম্যাচে ঢুকে পড়ল সাপ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ২১: ২৩
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২১: ৪৩

‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। 

এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,  
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’ 

চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।

বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো।  আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।

এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত