নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন আহমেদ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ফিরেছিলেন। তবে বোলিংটা ঠিক মনমতো হয়নি। ৯ ওভারে ৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। লাইন-লেংথ নিয়ে ম্যাচেই কয়েক বার নিজের ওপর হতাশা ঝাড়তে দেখা গেছে তাঁকে।
চোট থেকে ফেরা তাসকিন ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। এ কারণেই ১৪ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে নিয়ে দোটানায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গতকাল বিশ্রামে থাকলেও আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন।
প্রথম টেস্টে খেলা নিয়ে তাসকিন বলছিলেন, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
বোঝাই যাচ্ছে, চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাত মাস আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজেও ছিলেন না পিঠের চোটের কারণে। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে সেখানেও টেস্ট সিরিজ খেলেননি তাসকিন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ও পিঠের চোট ভুগিয়েছিল তাসকিনকে।
এই সময়ে সাদা বলের ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন তাসকিন। ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এই পেসার বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন আহমেদ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অবশ্য একাদশে ফিরেছিলেন। তবে বোলিংটা ঠিক মনমতো হয়নি। ৯ ওভারে ৮৯ রান দিয়ে নেন ২ উইকেট। লাইন-লেংথ নিয়ে ম্যাচেই কয়েক বার নিজের ওপর হতাশা ঝাড়তে দেখা গেছে তাঁকে।
চোট থেকে ফেরা তাসকিন ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। এ কারণেই ১৪ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে নিয়ে দোটানায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আজ সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই এই তথ্য জানিয়েছেন। গতকাল বিশ্রামে থাকলেও আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন।
প্রথম টেস্টে খেলা নিয়ে তাসকিন বলছিলেন, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
বোঝাই যাচ্ছে, চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাত মাস আগে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজেও ছিলেন না পিঠের চোটের কারণে। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে সেখানেও টেস্ট সিরিজ খেলেননি তাসকিন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সময়ও পিঠের চোট ভুগিয়েছিল তাসকিনকে।
এই সময়ে সাদা বলের ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন তাসকিন। ওয়ার্কলোড নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এই পেসার বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তাঁরা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড—সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি। আমার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’
পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
৭ মিনিট আগেটানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে