ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা দাবি করলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির চেয়েও শক্তিশালী। তারাই ক্রিকেটের শাসনকর্তা।
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের আগেই এই বিতর্ক! অস্ট্রেলিয়ার সাত ক্রিকেটারকে নিয়ে এবিসি স্পোর্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই তাঁদের বিসিসিআইকে ও আইসিসি সম্পর্কে এক শব্দে ব্যাখ্যা করতে বলা হয়। প্রথমেই টেস্ট অধিনায়ক কামিন্স শুরু করেন, যিনি এক শব্দে আইসিসি ও বিসিসিআইকে ব্যাখ্যা দেন, ‘বিগ’।
ব্যাট হাতে ছন্দে থাকা ট্রাভিস হেড বিসিসিআইকে শাসনকর্তা হিসেবে বর্ণনা করে বলেছেন ‘রুলারস’ (শাসক)। আর আইসিসিকে বলেছেন ‘সেকেন্ড’। গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ বিসিসিআইকে ক্ষমতাশালী আখ্যা দিয়ে এক শব্দে বলেন ‘পাওয়ারফুল’। নাথান লায়ন আইসিসিকে বলেছেন ‘বস’। তারপরই স্মিথ মজা করে বিসিসিআইকে উদ্দেশ্য করে আইসিসিকে বলেছেন ‘ততটা শক্তিশালী নয়’ (ভারতীয় বোর্ডের চেয়ে)।
মুখে চওড়া হাসিতে স্মিথ তাঁর মন্তব্য দ্রুত পরিবর্তনও করেন, ‘না, না, আমি এটা বলতে পারি না। এটা একটা মজা ছিল।’ এরপর তিনি আইসিসিকে ‘লিডারস’ বলে বর্ণনা করেন। উসমান খাজা বিসিসিআইকে ‘পাওয়ারফুল’ আখ্যা দেন, মন্তব্য করেননি আইসিসিকে নিয়ে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা দাবি করলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির চেয়েও শক্তিশালী। তারাই ক্রিকেটের শাসনকর্তা।
মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের আগেই এই বিতর্ক! অস্ট্রেলিয়ার সাত ক্রিকেটারকে নিয়ে এবিসি স্পোর্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই তাঁদের বিসিসিআইকে ও আইসিসি সম্পর্কে এক শব্দে ব্যাখ্যা করতে বলা হয়। প্রথমেই টেস্ট অধিনায়ক কামিন্স শুরু করেন, যিনি এক শব্দে আইসিসি ও বিসিসিআইকে ব্যাখ্যা দেন, ‘বিগ’।
ব্যাট হাতে ছন্দে থাকা ট্রাভিস হেড বিসিসিআইকে শাসনকর্তা হিসেবে বর্ণনা করে বলেছেন ‘রুলারস’ (শাসক)। আর আইসিসিকে বলেছেন ‘সেকেন্ড’। গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি ও স্টিভ স্মিথ বিসিসিআইকে ক্ষমতাশালী আখ্যা দিয়ে এক শব্দে বলেন ‘পাওয়ারফুল’। নাথান লায়ন আইসিসিকে বলেছেন ‘বস’। তারপরই স্মিথ মজা করে বিসিসিআইকে উদ্দেশ্য করে আইসিসিকে বলেছেন ‘ততটা শক্তিশালী নয়’ (ভারতীয় বোর্ডের চেয়ে)।
মুখে চওড়া হাসিতে স্মিথ তাঁর মন্তব্য দ্রুত পরিবর্তনও করেন, ‘না, না, আমি এটা বলতে পারি না। এটা একটা মজা ছিল।’ এরপর তিনি আইসিসিকে ‘লিডারস’ বলে বর্ণনা করেন। উসমান খাজা বিসিসিআইকে ‘পাওয়ারফুল’ আখ্যা দেন, মন্তব্য করেননি আইসিসিকে নিয়ে।
লাসিথ মালিঙ্গা অবসর নিলেও তাঁর মতো বোলিং অ্যাকশন নিয়ে আলোচনায় উঠে আসেন মাতিশা পাতিরানা। এবার গতির ঝড় তুলতে শ্রীলঙ্কা দলে চলে এলেন আরেক ‘মালিঙ্গা’। দেশটির ফাস্ট বোলিং প্রতিযোগিতায় যিনি কিনা প্রথম হয়েছিলেন ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতিতে বল করে। লঙ্কা দলের নতুন এই পেসারের নাম ঈশান মালিঙ্গা।
৩ ঘণ্টা আগেজোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ থাকলে আহমেদ শেহজাদ তো ঘুমিয়ে থাকার পাত্র নন। কারও পছন্দ হোক বা না হোক, দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সোজাসাপ্টা। সমালোচনা করতে গিয়ে খোঁচা মারতেও দ্বিধাবোধ করেন না পাকিস্তানি এই ক্রিকেটার। এবার আব্দুল্লাহ শফিককে নিয়ে বিদ্রুপ করেছেন শেহজাদ।
৮ ঘণ্টা আগে