ক্রীড়া ডেস্ক
প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম
প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম
সারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
২৫ মিনিট আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিয়া আশিমা ইরা।
১ ঘণ্টা আগেব্যর্থতার বৃত্তের পরিধিটা আরেকটু বাড়ল ম্যানচেস্টার সিটির। সিটিজেনদের বড়দিনের খুশির আনন্দ শেষ হয়ে গেল বক্সিং ডে’তেই। আজ আবারও যে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল!
২ ঘণ্টা আগেআগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বড় পালাবদল হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ তাঁর পরিচালনা পর্ষদের ১০ পরিচালকের প্রত্যেকে একাধিক স্ট্যান্ডিং কমিটি সামলাচ্ছেন।
৩ ঘণ্টা আগে